বঙ্গ

ডেঙ্গি রুখতে জেলাশাসকদের এলাকা পরিদর্শনের নির্দেশ, জেলায় চিকিৎসক দল পাঠাবে নবান্ন

প্রতিবেদন : রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ফের একবার উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এদিন ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় পরবর্তী পদক্ষেপ নিয়ে জেলাশাসক ও স্বাস্থ্যসচিব সহ স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব। জেলায় জেলায় চিকিৎসক দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, ডেঙ্গি মোকাবিলায় জেলাশাসকদের এলাকায় গিয়ে পরিদর্শন করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। নজরদারির পরিমাণ আরও বাড়াতে হবে।

আরও পড়ুন-পুলিশের তরফে শারদ সম্মান

কোথায় কোথায় আবর্জনা জমছে, তা নিশ্চিত করতে মহকুমা শাসক বা বিডিওদের মাঠে নামাতে হবে। জেলায় জেলায় নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরকে। বিশেষজ্ঞদের নিয়ে তৈরি চিকিৎসক দল যাতে আরও বেশি করে নজরদারি করে, তা নিয়েও এদিনের বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। জলপাইগুড়ি ও দার্জিলিংয়ের জেলাশাসকদের ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষভাবে সতর্ক হতে নির্দেশ দেওয়া হয়েছে। দার্জিলিংয়ের জেলাশাসককে শিলিগুড়ি এলাকার ডেঙ্গি পরিস্থিতিতে বিশেষ নজর দিতে বলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ইতিমধ্যে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।

আরও পড়ুন-সিএএর বিরুদ্ধে ঝড় উঠবে বিধানসভার শীতকালীন অধিবেশনে সর্বদলীয় প্রস্তাব আনবে তৃণমূল

গতকালই ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে চারজনের। এই পরিস্থিতিতে সরকার থেকে প্রশাসন যথেষ্টই উদ্বেগে। প্রশাসনের তরফে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে, তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। এদিনের বৈঠকেও বেশকিছু নির্দেশিকা জারি করা হয়েছে। আগামীতে পরিস্থিতি কতটা ঠিক হয়, সেদিকেই নজর থাকবে। ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে সমস্তরকম পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। শিলিগুড়ি এলাকায় ডেঙ্গি পরিস্থিতিতে বিশেষ নজর দিতে বলেন মুখ্যসচিব। এ নিয়ে দার্জিলিংয়ের জেলাশাসককে তিনি কড়া নির্দেশ দেন।

Jago Bangla

Recent Posts

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

2 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

27 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago