সুদেষ্ণা ঘোষাল, দিল্লি: ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্যতম জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাতেই অবিলম্বে তুলে দেওয়া উচিত ইন্ডিয়ার নেতৃত্ব। শরদ পাওয়ার-সহ কয়েকজন বিশিষ্ট নেতা এব্যাপারে যে দাবি জানিয়েছেন তা সম্পূর্ণ যুক্তিযুক্ত বলে মনে করছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। এই প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূল ও কংগ্রসের তুলনামূলক সাফল্যের তথ্যও তুলে ধরেছেন তিনি। প্রবীণ এই সাংসদের কথায়, গত কয়েকবছরে বিজেপির সঙ্গে মুখোমুখি দ্বৈরথে কংগ্রেসের সাফল্য যেখানে মাত্র ১০%, তৃণমূলের সাফল্য সেখানে ৯০%।
আরও পড়ুন-লন্ডনে হাসিনার সভায় জনতার দাবি, ফাঁসি চাই গণহত্যাকারী ইউনুসের
তৃণমূল সুপ্রিমো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্র্যাক রেকর্ডের ধারে কাছে কেউ নেই৷ তিনিই ইন্ডিয়া জোটের যোগ্য নেত্রী— স্পষ্ট করে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে৷ ডেরেকের বক্তব্য, জননেত্রীর দেখানো পথে তৃণমূলের এই অসাধারণ সাফল্যের কারণেই সর্বভারতীয় রাজনীতিতে পোড়খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্বরা পরামর্শ দিচ্ছেন যে রাজনীতিতে অভিজ্ঞ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই তুলে দেওয়া হোক ইন্ডিয়া জোটের নেতৃত্ব৷ একই কথা সাংসদ সাগরিকা ঘোষেরও। এই প্রসঙ্গেই ডেরেক ও’ব্রায়েন স্পষ্ট করে দেন, তৃণমূল কংগ্রেসই একমাত্র দল, যারা কংগ্রেসের সঙ্গে কোনও নির্বাচনী জোটে নেই৷ ঘটনা হল, সমাজবাদী পার্টি, শিবসেনা এবং আম আদমি পার্টির পরে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেওয়ার জন্য প্রকাশ্যে সওয়াল করেছেন, তার ফলে প্রবল চাপে পড়েছে কংগ্রেস শিবির৷ জোটের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অভিজ্ঞ রাজনীতিবিদের প্রয়োজন আছে জানিয়ে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত যোগ্য রাজনৈতিক নেত্রী৷ ইন্ডিয়া জোটের নেতৃত্বদান নিয়ে উনি যা বলেছেন, তা পুরোপুরি যথাযথ৷ উনি তাঁর দলের সাংসদ হিসেবে যাঁদের দিল্লিতে পাঠিয়েছেন, তাঁরা প্রত্যেকেই কঠোর পরিশ্রম করে থাকেন, এঁরা বিচক্ষণ৷ ইতিমধ্যেই ইন্ডিয়া জোটের ভিতরে এবং সংসদীয় রাজনীতিতে কংগ্রেসের পাশ থেকে সরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের দেখানো পথেই চলতে আগ্রহ প্রকাশ করছেন সপা, শিবসেনা, আপ নেতৃত্ব৷