বঙ্গ

আজ জগন্নাথধামে সাড়ম্বরে বলরামজয়ন্তী দিল্লি থেকে এলেন ইসকনের ২২ সন্ন্যাসী

তুহিনশুভ্র আগুয়ান, দিঘা: শক্তি, পুণ্য, সুরক্ষা এবং কৃষিসমৃদ্ধির প্রতীক বলরাম জন্মজয়ন্তী উপলক্ষে আজ, শনিবার দিঘার জগন্নাথধামে এলাহী আয়োজনের ব্যবস্থা হয়েছে। সকাল থেকেই এচলবে বিশেষ আচার অনুষ্ঠান। এর জন্য ইতিমধ্যে দিঘার জগন্নাথধামে দিল্লির ইসকন থেকে এসেছেন ২২ জন সন্ন্যাসী। বলরাম জয়ন্তীর সমগ্র আচার অনুষ্ঠানের দায়িত্ব পালন করবেন তাঁরাই। পৌরাণিক মতে ভগবান শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা বলরামের জন্ম শ্রাবণের পূর্ণিমা তিথিতে। অর্থাৎ রাখিবন্ধন এবং বলরাম জয়ন্তী একই দিনে পালিত হয়। রাখিবন্ধনের আক্ষরিক অর্থ রক্ষার বন্ধন।

আরও পড়ুন-কতগুলো প্রশ্ন তো থেকেই গেল…

অন্যদিকে বলরাম হলেন কৃষ্ণের প্রতিরক্ষাকারী বড় ভাই। তাই তাঁর জন্মদিন রাখিবন্ধন উৎসবের সঙ্গে সম্পৃক্ত বলা চলে। শনিবার ভোরে ভগবানের নিদ্রাভঙ্গের পরই শুরু হবে আচার-অনুষ্ঠান। সকালে বিশেষ আরতির মাধ্যমে থাকছে ভোগের ব্যবস্থা। এরপর বলরাম দেবকে অভিষেক করানো হবে জল, মধু, দুধ দিয়ে। পাশাপাশি চলবে শাস্ত্রীয় মন্ত্রোচ্চারণ। খোল-করতালের অপরূপ শব্দে ভরে উঠবে গোটা মন্দির প্রাঙ্গণ। তারপর নতুন পোশাকে সাজবেন বলরাম। ইতিমধ্যে এক ইসকন-ভক্ত নিজের হাতে তৈরি করেছেন সেই পোশাক। দুপুরে ৫৬ ভোগেও থাকছে বিশেষ বিশেষ পদ। জন্মদিনে বলরামের জন্য থাকছে ক্ষীরের পায়েস, তালের বড়া ও বেশ কয়েক রকম মিষ্টি। বিকেল থেকে চলবে নামগান। শেষ দিনের ঝুলন উৎসবও পালন হবে জগন্নাথধামে। গৌড়ীয় বৈষ্ণব মতে রাধা ও মদনমোহনের মূর্তি ঝুলনবেদিতে এনে সপ্তাহখানেক ধরে চলা ঝুলন উৎসবের শেষ হবে। রোজ সন্ধ্যায় ঝুলন দেখতে কাতারে কাতারে মানুষের ভিড় হচ্ছে। আজ ঝুলনের শেষ দিনে পাশাপাশি বলরাম জয়ন্তীর জন্যেও পর্যটকদের ঢল নামবে বলে মনে করছেন জগন্নাথধাম কর্তৃপক্ষ। শনি-রবির ছুটিতে অতিরিক্ত ভিড় লেগেই থাকে দিঘায়। এবার বলরাম জয়ন্তী ও ঝুলন উৎসব উপলক্ষে শুক্রবার রাতেই বহু মানুষ দিঘায় পৌঁছেছেন। মথুরা, বৃন্দাবন, মায়াপুরে ঘটা করে বলরাম জয়ন্তী পালিত হয়। জগন্নাথধাম ট্রাস্টের সদস্য রাধারমণ দাস বলেন, বলরাম জয়ন্তী উপলক্ষে ইতিমধ্যে দিল্লি থেকে আমাদের ২২ জন অতিরিক্ত সন্ন্যাসী দিঘায় এসেছেন।

Jago Bangla

Recent Posts

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

38 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

47 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago