অনুপম সাহা, মাথাভাঙা: কোচবিহার (Coochbihar) জেলার দায়িত্ব নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিনের জনসভা যেন জনসমুদ্রে পরিণত হল। সভাস্থলে কানায় কানায় মানুষের ভিড় উপচে পড়ল। শনিবার কোচবিহারের মাথাভাঙার কলেজ মাঠে বিজেপির রাজ্য ভাগের চক্রান্তের বিরুদ্ধে অনুষ্ঠিত জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জেলা নেতৃত্বের পাশাপাশি এই দিনের জনসভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, আদিবাসী অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের মন্ত্রী বুলুচিক বাড়াইক, শিলিগুড়ি পুর কর্পোরেশনের মেয়র গৌতম দেব, পাপিয়া ঘোষ, আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। সভামঞ্চে ৪২ মিনিটের ভাষণে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কোচবিহার জেলার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিনি। সাধারণ কর্মীরা যেকোনও সমস্যা বা অভিযোগ জানাতে তাঁর নির্দিষ্ট নম্বরে ফোন করতে পারেন। সেই ফোন নম্বর বলে সকলকে নোট করতে বলেন তিনি৷
আরও পড়ুন-বাংলা ভাগের ষড়যন্ত্রের বিরুদ্ধে ফের কড়া বার্তা অভিষেকের
পাশাপাশি এদিন বাংলাভাগ নিয়ে মাথাভাঙার (Mathabhanga) জনসভায় এমনই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর ভাষণে বলেন, ‘‘অসমে বিজেপির মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা রাজ্য ভাগের পক্ষে নেই। আর এখানকার নেতারা সুড়সুড়ি দিয়ে বলছেন যে উত্তরবঙ্গ আলাদা রাজ্য হবে। এবার যে আলাদা রাজ্যের কথা বলবে তাকে বাড়িতে ঢুকিয়ে রাখবেন। তার কারণ তাঁরা মানুষকে বিভ্রান্ত করছেন। আপনাদের ভুল বুঝিয়ে বলে উত্তরবঙ্গ আলাদা রাজ্য করতে চাইছেন।”