শনিবার মধ্যরাতে ১১৯ জন অবৈধবাসী ভারতীয়কে নিয়ে পঞ্জাবের অমৃতসরে (Amritsar) আমেরিকার সামরিক বিমান অবতরণ করেছে। রবিবার রাতে আরও একটি মার্কিন বিমান অমৃতসরে অবতরণ করতে চলেছে বলেই প্রশাসন সূত্রে খবর। সেই বিমানে আনা হতে পারে আরও ১৫৭ জন অবৈধবাসী ভারতীয়কে। তবে ঠিক কখন বিমানটি অবতরণ করবে, সেটা এখনও জানা যায় নি। আমেরিকার সামরিক বিমান সি১৭ গ্লোবমাস্টার তিন শনিবার রাত ১১টা ৪০ মিনিটে ১১৯ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে নিয়ে অমৃতসরে অবতরণ করে। এই ১১৯ অবৈধবাসীর মধ্যে ৬৭ জনই পঞ্জাবের বাসিন্দা। দেশে ফেরার তালিকায় হরিয়ানা থেকে রয়েছেন ৩৩ জন, উত্তরপ্রদেশের তিন জন, গুজরাতের আট জন, মহারাষ্ট্রের দু’জন, গোয়ার দু’জন, রাজস্থানের দু’জন, হিমাচল প্রদেশের এক জন এবং জম্মু ও কাশ্মীরের এক জন।
আরও পড়ুন-সকাল থেকে টিকিট কাউন্টার বন্ধ থাকায় স্টেশনে ভোগান্তির শিকার যাত্রীরা
প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি আমেরিকার পাঠানো সামরিক বিমানে ১০৪ জন ভারতীয় অবৈধ অভিবাসীদের হাতকড়া পরিয়ে, শিকলে বেঁধে নিয়ে আসা হয়। এই নিয়ে দেশজুড়ে চলে বিতর্ক। আর এই বিতর্কের মধ্যেই শনিবার রাতে আমেরিকা থেকে দ্বিতীয় দফায় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হয় ভারতে। প্রধানমন্ত্রী মোদী ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষ করে একই দিনে ভারতে ফিরেছেন। অবৈধবাসী সমস্যা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। ভারতের তরফে জানানো হয় এই অভিবাসীদের গ্রহণ করতে তারা প্রস্তুত।