পরিবর্তনের ভোট আজ মেঘালয়ে, সাগরদিঘিতে উপনির্বাচন

Must read

প্রতিবেদন : আজ ৬০ বিধানসভা আসনের মেঘালয়ে ভোট (Meghalaya Election 2023)। আসলে পরিবর্তনের ভোট। মেঘের রাজ্যে নতুন সূর্যোদয়ের ভোট। আজ সোমবার ভোট রয়েছে নাগাল্যান্ডেও। আবার এ-রাজ্যেও আজ সাগরদিঘি কেন্দ্রের উপনির্বাচন। এই তিনটি পৃথক জায়গায় নির্বাচনের মধ্যে রাজনৈতিক কুশীলবদের সবথেকে বেশি নজর থাকবে মেঘালয়ের ভোটের দিকে। সেখানে সরকার গড়ার জায়গায় রয়েছে তৃণমূল কংগ্রেস। আর সাগরদিঘির উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জয় নিয়ে নয়, আগের থেকে মার্জিন কত বাড়বে ভাবছে তা নিয়েই।

আরও পড়ুন:জলের উপর পানি না পানির উপর জল?

গত পাঁচ বছরে এনপিপি-বিজেপি জোট মেঘালয়ে সরকার চালালেও শেষ বেলায় এসে তাদের জোটে চিড় ধরেছে। গত পাঁচ বছরে মেঘালয়ে (Meghalaya Election 2023) শুধু সীমাহীন দুর্নীতি ছাড়া আর কিছু হয়নি। উন্নয়নের ছিটেফোঁটাও হয়নি। গত দেড় বছর আগে মেঘালয়ে তৃণমূল কংগ্রেসের যাত্রা শুরু হয়। মুকুল সাংমা-চার্লস পিনগ্রোপ-জেমস লিংডো-মানস ভুঁইয়াদের সামনে রেখে সংগঠন তৈরির কাজে হাত দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ দেড় বছর বাদে মেঘালয়বাসী তাকিয়ে সেই তৃণমূল কংগ্রেসের দিকেই। প্রথম থেকেই প্রার্থী বাছাই থেকে শুরু করে প্রচারে-প্রভাবে এগিয়ে তৃণমূল কংগ্রেস। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি জনসভা-রোড শো-তে উপচে পড়েছে ভিড়। গারো-খাসি-জয়ন্তীয়ার পাহাড়ি এলাকায় এখন ঘরে ঘরে তৃণমূল। তৃণমূল-ঝড়ের মোকাবিলা করতে শিলং টাউনে প্রধানমন্ত্রীকে রক-কনসার্ট থেকে রোড-শো— কী না করতে হয়েছে! কংগ্রেস মুখে বড় বড় কথা বললেও মেঘালয়ে তারা কোথায় কে জানে! বাকি দু-একটা ছোট রাজনৈতিক দল— পিডিএফ-ইউডিএফ তারা তাদের মতো ছোট পরিসরে লড়াই করছে। কিন্তু মূল লড়াইটা এখানে এনপিপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের। পিছনে রয়েছে বিজেপি। ফলে মেঘালয়বাসীর কাছে আজ সত্যিই গত পাঁচ বছরে এনপিপি-বিজেপি সরকারের অত্যাচার-অনাচার-দুর্নীতির হিসেব বুঝে নেওয়ার দিন। যার জবাব মিলবে আগামী ২ মার্চ যখন নির্বাচনী ফল প্রকাশিত হবে।

Latest article