চিত্তরঞ্জন খাঁড়া: আইএসএলের কয়েকটা ম্যাচ আগেও তাঁকে কোচের দায়িত্ব থেকে সরানোর দাবি ক্রমশ জোরালো হচ্ছিল। কারণ, মোহনবাগানের মতো দল দেশের সেরা লিগের প্লে-অফে খেলার অঙ্ক কঠিন করে ফেলেছিল। স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দোর দল নির্বাচন, রণকৌশল নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। সেই জুয়ানই আজ সোমবার যুবভারতীতে ঘরের মাঠে দর্শক সমর্থন নিয়ে আইএসএল ফাইনালের টিকিট নিশ্চিত করতে নামছেন।
সেমিফাইনালের প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচ গোলশূন্য ড্র করে আসার পর সোমবার ঘরের মাঠে হায়দরাবাদ এফসি-কে হারালেই ১৮ মার্চ গোয়ায় ফাইনাল খেলবে জুয়ানের মোহনবাগান (Hyderabad FC vs ATK Mohun Bagan)। সেই সঙ্গে গতবার সেমিফাইনালে হারের মধুর প্রতিশোধও নেওয়া যাবে। রবিবার বিকেলে যুবভারতীর অনুশীলনে হুগো বুমোস, দিমিত্রি পেত্রাতোসদের শরীরী ভাষা দেখে স্পষ্ট, হায়দরাবাদ-কাঁটা সরাতে তাঁরা কতটা মরিয়া। জুয়ানও শুনিয়ে রাখলেন, চোট-আঘাত, ক্লান্তি সত্ত্বেও তাঁর টিম ঠিক রাস্তায় ছিল। তারই ফল মিলছে। স্প্যানিশ কোচ এটাও জানালেন, গ্লেন মার্টিন্স, কিয়ান নাসিরিদের চূড়ান্ত ফিটনেস দেখেই সোমবার সকালে সেমিফাইনালের দল বাছবেন।
আরও পড়ুন: কর্নাটকে কি সুষ্ঠু নির্বাচন হবে?
প্রতিপক্ষ হায়দরাবাদ মানেই সবুজ-মেরুনের (Hyderabad FC vs ATK Mohun Bagan) পথের কাঁটা বার্থোলোমিউ ওগবেচে। সেমিফাইনালের আগে লিগ পর্বের ম্যাচেই নাইজেরিয়ান স্ট্রাইকারের গোলে হারতে হয়েছে জুয়ানের দলকে। কিন্তু সেমিফাইনালের প্রথম লেগে পরিবর্ত হিসেবে নামার পর ওগবেচেকে নড়তেই দেয়নি মোহনবাগান ডিফেন্স।
শেষ তিন ম্যাচে সবুজ-মেরুন ডিফেন্স এমনভাবে পাহারা দিয়েছেন সার্বিয়ান সেন্টার ব্যাক স্লাভকো দামজানোভিচ যে, ওগবেচে, চিয়ানিজের মতো স্ট্রাইকাররা দাঁত ফোটাতে পারেননি।
স্লাভকোদের উপর আজও বড় ভরসা রাখছেন মোহনবাগান কোচ। হাইভোল্টেজ সেমিফাইনালের আগের দিন জুয়ান বললেন, ‘‘দু’টি দলের ডিফেন্স যেমন ভাল, তেমনই শক্তিশালী আক্রমণভাগ। তাই আমাদের মতো হায়দরাবাদও নিশ্চয়ই চাইবে ৯০ মিনিটের মধ্যে ম্যাচ শেষ করতে। আমরা চাই না ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াক। আমাদের কাছে ম্যাচটা ফাইনাল।’’ সেমিফাইনালের প্রথম লেগে ওগবেচে নামার পর রণনীতি বদলে ফেলেছিলেন হায়দরাবাদের স্প্যানিশ কোচ মানোলো মারকুইজ রোকা। এদিন বুমোসদের কোচ বললেন, ‘‘আমাদের পরিকল্পনা একই থাকবে। বল ধরে জায়গা তৈরি করো, আক্রমণে ওঠো, গোল করো। তবে দেখতে চাই ওরা কী করে। ওরা রণনীতি বদলালে আমরাও তাকে কাউন্টার করব।
প্ল্যান-বি আমাদেরও থাকবে।’’