কোটলায় আজ দ্বিতীয় টেস্ট, দলে ফিরতে পারেন শ্রেয়স

চাপে অস্ট্রেলিয়া, ফুটছে ভারত

Must read

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি : নাগপুরে অস্ট্রেলিয়ার (Australia vs India) বিরুদ্ধে আড়াই দিনে টেস্ট জিতে সিরিজে এগিয়ে গিয়েছে ভারত। আত্মবিশ্বাসের চূড়ায় থেকে আজ শুক্রবার রাজধানীর অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে রোহিত শর্মার দল। অন্যদিকে, নাগপুরে এক সেশনে অলআউটের দুঃস্বপ্ন কাটিয়ে সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া।

দিল্লি আবার বিরাট কোহলির ঘরের মাঠ। অনেক দিন পর ঘরের মাঠে টেস্ট খেলতে নামছেন প্রাক্তন ভারত অধিনায়ক (Australia vs India)। গত দু’দিন নেটে বাড়তি সময় ব্যাটিং প্র্যাকটিশ সেরে বিরাট বুঝিয়ে দিয়েছেন, বড় রান পেতে তিনি কতটা মরিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং রেকর্ড বিরাটের। নাগপুরে রান পাননি। ঘরের মাঠে চেনা ছন্দে ফিরতে চান।

ভারতীয় দলের প্রথম একাদশে খুব বেশি পরিবর্তন হবে না। একটাই বদলের সম্ভাবনা। চোট সারিয়ে দলের সঙ্গে যোগ দেওয়া শ্রেয়স আইয়ার খেলতে পারেন সূর্যকুমার যাদবের জায়গায়। শ্রেয়স যে খেলছেনই তা নিশ্চিত করা হয়নি ম্যাচের আগের দিন টিম ম্যানেজমেন্টের তরফে। তবে বুধবার কোচ রাহুল দ্রাবিড় ইঙ্গিত দিয়েছিলেন যে, শ্রেয়স খেলতে পারেন। যদিও এটাও তিনি জানিয়েছিলেন, পাঁচ দিনের খেলার ধকল শ্রেয়স কতটা নিতে পারবেন তার উপর নির্ভর করবে তাঁর খেলা। শ্রেয়স ফিট না থাকলে দ্বিতীয় বিকল্পও রয়েছে। সেক্ষেত্রে শুভমন গিলকে ওপেনার হিসেবে খেলিয়ে অফ ফর্মে থাকা কে এল রাহুলকে মিডল অর্ডারে পাঠানো হতে পারে।
ভারতীয় বোলিং কম্বিনেশনে অবশ্য বদলের সম্ভাবনা নেই। নাগপুরে দুরন্ত পারফরম্যান্স করা তিন স্পিনার-অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেলই কোটলায় অস্ট্রেলীয় ব্যাটিংয়ের মেরুদণ্ড ভাঙার দায়িত্বে থাকছেন। দুই পেসার যথারীতি মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ।

আরও পড়ুন: লোকসভায় বিজেপির পাশা উল্টাবেন নেত্রী : শত্রুঘ্ন

সিরিজে এগিয়ে থাকা ভারতীয় শিবির যতটা ফুরফুরে মেজাজে, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ততটাই আশা-আশঙ্কার দোলাচলে। কামিন্সদের আশা, তাঁরা সিরিজে ঠিক ফিরে আসবে। কিন্তু অস্ট্রেলীয়রা ধন্দে রয়েছেন টিম কম্বিনেশন নিয়ে। টেস্টের আগে দু’দিন কোটলার নেটে অস্ট্রেলীয় স্পিনাররাই বেশি বল করেছেন। স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানেরা সুইপ, রিভার্স সুইপকে অস্ত্র করেই অশ্বিন, জাদেজাদের বিরুদ্ধে দ্বৈরথ জিততে চাইছেন। অস্ট্রেলিয়া দলেও পরিবর্তন নিশ্চিত। ফিট মিচেল স্টার্ক, ক্যামেরন গ্রিন ফিরতে পারেন। খেলতে পারেন ট্রাভিস হেড। তবে তিন স্পিনার খেলানো নিয়ে ধন্দে অস্ট্রেলিয়া।

Latest article