কলম্বো, ৬ জুন : শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে মঙ্গলবার তিন পেসারেই নামছে অস্ট্রেলিয়া (Australia)। উপমহাদেশে এটাই তাদের বরাবরের স্ট্র্যাটেজি। এই তিন পেসার হলেন জস হ্যাজলউড, মিচেল স্টার্ক ও কেন রিচার্ডসন। স্পিনার অ্যাডাম জাম্পা ও প্যাট কামিন্স এই সিরিজে নেই। ফলে এই তিন পেসারকেই যাবতীয় দায়িত্ব নিতে হবে। অধিনায়ক অ্যারন ফিঞ্চের পাশে ব্যাটিংয়ে দায়িত্ব নেবেন দুই সিনিয়র ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় (Australia) ১-৪-এ হেরে এসেছিল শ্রীলঙ্কা। এবার ঘরের মাঠে বদলার সুযোগ তাদের সামনে। অস্ট্রেলিয়া টি-২০ বিশ্ব চ্যাম্পিয়ন। এই বছরেই তাদের দেশে বিশ্বকাপের আসর বসবে। তার আগে এই সিরিজে নিজেদের ঝালিয়ে নিতে চান ফিঞ্চরা।
আরও পড়ুন: বিশ্ব উষ্ণায়ন-রোধে দূষণমুক্তি