আজ সামনে হরিয়ানা, বাংলা দলে ফিরছেন অভিমন্যু ও মুকেশ

Must read

প্রতিবেদন : বৃহস্পতিবার হরিয়ানার বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ। আর নকআউট ম্যাচে জোড়া পরিবর্তন করে মাঠে নামছে বাংলা (Bengal)। আগের ম্যাচে ঘাড়ের চোটের কারণে খেলতে পারেননি মুকেশ কুমার। তিনি পুরোপুরি ফিট। মুকেশ দলে ঢুকছেন কণিষ্ক শেঠের জায়গায়। অন্যদিকে, অস্ট্রেলিয়া সফর থেকে ফিরেই বাংলা (Bengal) শিবিরে যোগ দিয়েছিলেন অভিমন্যু ঈশ্বরন। তিনি খেলবেন সুমন্ত গুপ্তর বদলে। বুধবার নেটে দীর্ঘক্ষণ ব্যাট ও বল করতে দেখা গিয়েছে অভিমন্যু ও মুকেশকে। মহম্মদ শামিও রয়েছেন ভাল ছন্দে।
গত কয়েক বছরে জাতীয় পর্যায়ের টুর্নামেন্টে নকআউট পর্বে বারবার মুখ থুবড়ে পড়েছে বাংলা। এমনকী, গত মাসে সৈয়দ মুস্তাক আলি ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যেতে হয়েছে। কোচ লক্ষ্মীরতন শুক্লা তাই হরিয়ানা ম্যাচকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন। তাঁর বক্তব্য, ‘‘হরিয়ানা শক্তিশালী দল। তার উপরে সাদা বলের ফরম্যাটে কোনও ম্যাচ নিয়ে আগাম ভবিষ্যদ্বাণী করা সম্ভব নয়। তাই ওদের হাল্কাভাবে নেওয়ার প্রশ্নই নেই। আমাদের লক্ষ্য, ম্যাচটা জিতে কোয়ার্টার ফাইনালে ওঠা।’’

আরও পড়ুন- আকবরকে ফিরে পড়া দরকার

Latest article