প্রতিবেদন : এলিটের ‘এ’ গ্রুপে দুটো দলই এখন বেশ ভাল জায়গায়। দুটো দলই এখনও অপরাজিত। বাংলার (Bengal vs Uttarakhand) তিন ম্যাচে ১৬ পয়েন্ট। উত্তরাখণ্ডের তারও বেশি। তারা তিনটি ম্যাচই সরাসরি জিতেছে। বাংলা দুটো ম্যাচে জিতলেও আটকে গিয়েছিল হিমাচল প্রদেশের কাছে। শুধু প্রথম ইনিংসে লিড পেয়েছিল।
এই অবস্থায় মঙ্গলবার রঞ্জির গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলা ও উত্তরাখণ্ড। নিজেদের মাঠে খেলার সুবাদে কিছুটা সুবিধায় স্থানীয় দল। তবে বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ স্থানীয় ছেলে। খেলা হবে তাঁর নামাঙ্কিত অ্যাকাডেমি মাঠে। তাছাড়া ১৬ পয়েন্টে থাকা বঙ্গ শিবিরের আত্মবিশ্বাস তুঙ্গে। তারা এই ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে ঘরে ফিরতে চায়।
আরও পড়ুন-সংগীতশিল্পী সুমিত্রা সেনের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
অভিমন্যু দলে ফিরে আসার পর বাংলার (Bengal vs Uttarakhand) ব্যাটিং শক্তি অনেক বেড়েছে। অভিমন্যু আগের ম্যাচে নাগাল্যান্ডের বিরুদ্ধে বড় সেঞ্চুরি (১৭০) করেছেন। তিন অঙ্কের রান পেয়েছেন সুদীপ ঘরামিও। অভিমন্যু মঙ্গলবার নিজের শহরে নিজের মাঠে খেলতে নামবেন। এছাড়া বাংলার ব্যাটিংয়ের আরও ভরসার জায়গা অনুষ্টুপ মজুমদার ও অধিনায়ক মনোজ তিওয়ারির ফর্ম। মনোজের এটাই সম্ভবত শেষ মরশুম। সিএবি তাই মনোজকে সম্মান জানাতে তাঁকেই নেতৃত্বে রেখেছে।
অলরাউন্ডার শাহবাজ আমেদকে মিডল অর্ডারে যেমন ব্যাটিং সামলাতে হবে, তেমনই স্পিন বিভাগের দায়িত্বও সামলাতে হবে। আরেক স্পিনার করণ লালের অভিষেক হয়েছিল নাগাল্যান্ড ম্যাচে। তিনি পাঁচ উইকেট নিয়েছিলেন। করণ এই ম্যাচেও থাকছেন? খোঁজ নিয়ে জানা গেল, তাঁর সঙ্গে লড়াই সায়নশেখর মণ্ডলের। কিন্তু প্রদীপ্ত প্রামাণিক খেলছেনই। বাংলা ছয় বোলারে গেলে করণ ও সায়ন, দু’জনেই খেলবেন। না হলে এঁদের মধ্যে একজন। দু’জনে খেললেও সুবিধা এটাই যে, দু’জনেরই ব্যাটের হাত বেশ ভাল।
এই উইকেট ব্যাটসম্যানদের পাশেই থাকবে। তবে সেটা পরের দিকে। সকালে খোলা মাঠে বল মুভ করবে। তৃতীয় দিন থেকে বল ঘুরতে পারে। জিয়নজিৎ সিংয়ের নেতৃত্বাধীন উত্তরাখণ্ড নাগাল্যান্ড, ওড়িশা ও হিমাচল প্রদেশকে পরপর হারিয়েছে। সেই আত্মবিশ্বাস নিয়েই তারা এই ম্যাচে বাংলার বিরুদ্ধে নামছে।