আজ বিরসা মুন্ডার (Birsa Munda) জন্মজয়ন্তী। জমির মালিকানা থেকে সমাজ সংস্কার, সমাজে সকল বিষয়েই আমূল পরিবর্তনের এনেছিলেন বিরসা মুন্ডা। ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে তিনি আদিবাসী মুন্ডা সম্প্রদায়কে নেতৃত্ব দিয়েছিলেন। আজ তাঁর জন্মজয়ন্তী উপলক্ষ্যে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: খনিতে কাজ করতে গিয়ে দুর্ঘটনা, মিজোরামে মৃত একাধিক পরিযায়ী শ্রমিক
টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, “আমি ‘ধরতি আবা’, সাহসী বিপ্লবী বিরসা মুন্ডাকে (Birsa Munda) তাঁর জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানাই। তিনি আদিবাসীদের সম্মান ও সুরক্ষার গুরুত্ব শিখিয়েছেন। আমরা যেন তার দেখানো পথে অবিচল থাকি। জয় জোহর!”
I pay my humble respects to 'Dharti Aba', brave revolutionary Birsa Munda on his Birth Anniversary.
As a true son of the soil, he taught us the importance of respecting and protecting indigenous rights.
May we continue to be steadfast on the path shown by him.
Jai Johar!
— Mamata Banerjee (@MamataOfficial) November 15, 2022
টুইটারে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “আমি মহান বিপ্লবী বিরসা মুন্ডাকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই। আদিবাসীদের অধিকারের জন্য তাঁর অদম্য চেতনা এবং সংগ্রাম আমাদের সকলকে অনুপ্রাণিত করে চলেছে।”
I bow my head in reverence to the great revolutionary Birsa Munda on his Birth Anniversary.
His indomitable spirit & struggle for indigenous rights continues to inspire us all.
His legacy lives on in each conscientious individual who has pledged to save tribal rights.
— Abhishek Banerjee (@abhishekaitc) November 15, 2022