মুম্বই, ২৩ এপ্রিল : পঞ্চাশতম জন্মদিন পালন করতে স্ত্রী অঞ্জলি এবং মেয়ে সারাকে নিয়ে রবিবারই গোয়ায় পৌঁছে গেলেন শচীন তেন্ডুলকর (Happy Birthday Sachin Tendulkar)। আজ, সোমবার পঞ্চাশে পা রেখেছেন শচীন। ভিড় থেকে দূরে কিছুটা নিরিবিলিতে পরিবারের সঙ্গে দিনটা সেলিব্রেট করতে চান। তাই এই সিদ্ধান্ত।
তবে কিংবদন্তির জন্মদিনের আগাম উৎসব পালন হয়ে গিয়েছে শনিবার রাতে, ওয়াংখেড়ে স্টেডিয়ামে। খেলার বিরতিতে মাঠের ধারে কেকও কাটেন শচীন। শেষ পর্যন্ত মুম্বই ম্যাচটা হারলেও, শচীনের (Happy Birthday Sachin Tendulkar) আগাম জন্মদিন পালন ঘিরে দর্শকদের উৎসাহ ছিল চরমে। আবেগে ভেসে গিয়েছেন শচীন নিজেও। কিছুটা মজার ছলেই তিনি বলেন, ‘‘এটা আমার জীবনের সবথেকে মন্থর হাফ সেঞ্চুরি। তবে সবথেকে বেশি তৃপ্তিদায়ক। জীবনে অনেক ওঠা-পড়ার মধ্য দিয়ে এগোতে হয়েছে। কিন্তু এই হাফ সেঞ্চুরি আমাকে ২৪ বছর ধরে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে।’’
আরও পড়ুন- কলকাতার স্মৃতিতে ডুব ধোনির
শচীন আরও বলেন, ‘‘১৯৮৩ সালে ভারত বিশ্বকাপ জেতার পর থেকেই দেশের হয়ে খেলার স্বপ্ন দেখা শুরু। সেই ১৯৮৯ থেকে ২০২৩ সাল। এখনও ক্রিকেটের সঙ্গে জড়িত রয়েছি। এটাই আমার জীবনের বড় প্রাপ্তি। কেউ যদি আমাকে পছন্দের একটা জীবন বেছে নিতে বলেন, তাহলে এই জীবনকেই বেছে নেব।’’
কিংবদন্তির জন্মদিনের আগাম শুভেচ্ছা জানিয়েছেন রোহিত শর্মা। তিনি বলেন, ‘‘পাজি (শচীন) আমাদের সবার প্রেরণা। ওঁর সঙ্গে প্রথম সাক্ষাতের কথা মনে পড়ছে। মুম্বইয়ের ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ার (সিসিআই) নেটে ব্যাট করছিলাম। উনি পিছনে দাঁড়িয়ে দেখছিলেন। সত্যি কথা বলতে কী, প্রচণ্ড নার্ভাস হয়ে পড়েছিলাম।’’
শচীন বন্দনা রিকি পন্টিংয়ের মুখেও। তিনি বলছেন, ‘‘টেকনিকের দিক থেকে আমার দেখা সেরা ব্যাটার শচীন। বিরাট কোহলির সঙ্গে ওর তুলনা করা মুশকিল। দু’জনে দুটো আলাদা যুগের ক্রিকেটার। তবে আমি যে সময় খেলেছি এবং যাদের খেলা দেখেছি, তাদের মধ্যে শচীনই সেরা।’’
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…