বঙ্গ

উৎসাহের নির্বাচন, ছয়ে ছক্কার ভোট

প্রতিবেদন : রাজ্যে ৬ কেন্দ্রের উপনির্বাচনে (By election) উৎসাহের সঙ্গে চলছে ভোটগ্রহণ। এবারের ভোটে ছয়ে ৬-এর লক্ষ্য নিয়ে নেমেছে তৃণমূল। আর সেই লক্ষ্যপূরণ স্রেফ সময়ের অপেক্ষা। রাজ্যে যে ছ’টি কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে, তার মধ্যে পাঁচটিই ছিল তৃণমূলের দখলে। বিজেপির দখলে থাকা একটি মাত্র আসনও এবার ছিনিয়ে নিয়ে বিজেপি-সহ বিরোধীদের হোয়াইটওয়াশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস।

বুধবার ভোটদান-পর্ব শান্তিপূর্ণ। সুষ্ঠু ও অবাধ নির্বাচনে মানুষের উৎসাহ ছিল তুঙ্গে। উৎসবের মেজাজে ভোট হয়েছে। কোথাও কোথাও বিরোধীরা বিক্ষিপ্তভাবে ঝামেলা পাকানোর চেষ্টা করলেও পুলিশ তা শক্তহাতে দমন করেছে। এদিন দুপুর পর্যন্ত রাজ্যের ছ’টি বিধানসভায় ভোটের হার ৫৯.৯৮ শতাংশ। এর মধ্যে উত্তরের সিতাই ও মাদারিহাটে ভোট পড়েছে যথাক্রমে ৫৮ ও ৫৭.৯৮ শতাংশ। উত্তর ২৪ পরগনার নৈহাটি ও হাড়োয়ায় যথাক্রমে ভোট পড়েছে ৫২.৪০ শতাংশ ও ৬৩.১১ শতাংশ। মেদিনীপুরে ভোটের হার ৬১.৫৪ শতাংশ এবং বাঁকুড়ার তালডাংরায় ৬৫ শতাংশ।

আরও পড়ুন-ইচ্ছা হলেই আদালতে চলে আসবেন? গদ্দারকে কড়া নির্দেশ বিচারপতির

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। জনসমর্থন নেই, তাও কিছু জায়গায় নাটক করার চেষ্টা করেছে বিরোধীরা। তৃণমূলের উপর হামলা করেছে। হারবে জেনে মরিয়া হয়ে খুন-জখমের রাজনীতি করেছে বিজেপি। তৃণমূল কংগ্রেস মানুষের উপর আস্থা-ভরসা রেখে ভোট করিয়েছে। আর বিজেপির ভোটার তো দূরের কথা, অধিকাংশ বুথে লোকজনই দিতে পারেনি। আর সোশ্যাল মিডিয়ার বাইরে সিপিএমের অস্তিত্ব নেই। তাই নিজেরাই ছাপ্পা ভোট দিতে গিয়ে ধরা পড়েছে। সব মিলিয়ে হার নিশ্চিত জেনে বিরোধীরা ভিত্তিহীন অভিযোগ আর নাটকবাজি করে গিয়েছে। নাচতে না জানলে উঠোন বাঁকা। ৬টি কেন্দ্রেই তৃণমূল জিততে চলেছে।

নিশ্চিত হার বুঝে বিজেপি হিংসার রাজনীতিকে আশ্রয় করেছে। ভোটের দিন ভাটপাড়ায় চায়ের দোকানে তৃণমূল নেতাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছে। সাংসদ পার্থ ভৌমিকের অভিযোগ, অর্জুন সিংয়ের নির্দেশেই এই খুন। ভাটপাড়ায় গুলিকাণ্ডের সঙ্গে কোনও যোগ নেই উপনির্বাচনের, জানাল কমিশন। শুধু অর্জুন সিংই নন, নিশ্চিত ৬টি কেন্দ্রেই যে বিজেপি হারছে, তা বুঝে কুৎসা-অপপ্রচারের রাজনীতি করতে শুরু করে দিয়েছেন গদ্দারও। মেদিনীপুরে তাঁদের মণ্ডল সভাপতিকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ তুলে কোর্টে এবং কমিশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিজেপি ভোট-ময়দানে নেই শুধু অভিযোগের তির হানতেই ব্যস্ত থেকেছে দিনভর। এদিকে, ভোটের দিনও প্রচারের অভিযোগে নৈহাটির বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছে তৃণমূল। তিনি নৈহাটিতে গণপিটুনিতে মৃত সুরজের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের ভোট দিতে বলেন।

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

17 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

26 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

51 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

11 hours ago