ফাইনালে ভারতের সামনে আজ চিন

ডান প্রান্ত দিয়ে তীব্র গতিতে উঠে গিয়ে জাপানের ডি বক্সে ক্রস বাড়িয়েছিলেন সুনেলিতা টপ্পো। গোল করতে ভুল করেননি লালরেমসিয়ানি।

Must read

রাজগির, ১৯ নভেম্বর : টানা দ্বিতীয়বার মেয়েদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি খেতাব জয়ের দোরগোড়ায় ভারত। মঙ্গলবার সেমিফাইনালে জাপানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠলেন ভারতের মেয়েরা। বুধবার ফাইনালে প্রতিপক্ষ চিন। যারা অন্য সেমিফাইনালে মালয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে। প্রসঙ্গত, লিগ ম্যাচে চিনকে ৩-০ গোলে হারিয়েছিল ভারত।

আরও পড়ুন-১ কোটি ৭ লক্ষ উপভোক্তা, বরাদ্দ ২৯০০ কোটি, কৃষকবন্ধুদের দ্বিতীয় দফার টাকা শীঘ্রই

রাউন্ড রবিন লিগের সব কটি ম্যাচ জিতে অপরাজিত থেকে সেমিফাইনালে উঠেছিল ভারত। এদিন জাপানের বিরুদ্ধে একচেটিয়া প্রাধান্য নিয়ে খেলেছেন ভারতের মেয়েরা। কিন্তু ভারতের যাবতীয় আক্রমণ প্রায় একাই রুখে দিচ্ছিলেন জাপানি গোলকিপার। গোটা ম্যাচে ১৩টি পেনাল্টি কর্নার আদায় করলেও, প্রতিপক্ষ গোলকিপারের জন্য একটিও কাজে লাগাতে পারেননি দীপিকা, সঙ্গীতারা। প্রথম তিনটি কোয়ার্টারের পর ম্যাচের ফল ছিল গোলশূন্য।

আরও পড়ুন-সোমনাথ শ্যামকে মার্ডার করতে চায় অর্জুন : পার্থ

অবেশেষে চতুর্থ কোয়ার্টারে কাঙ্খিত গোলের দেখা পায় ভারত। ৪৮ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ভারতীয় শিবিরকে স্বস্তি দেন সহ-অধিনায়ক নভনীত কৌর। এরপর ৫৬ মিনিটে লালরেমসিয়ামির গোলে জয় নিশ্চিত করে ফেলে ভারত। ডান প্রান্ত দিয়ে তীব্র গতিতে উঠে গিয়ে জাপানের ডি বক্সে ক্রস বাড়িয়েছিলেন সুনেলিতা টপ্পো। গোল করতে ভুল করেননি লালরেমসিয়ানি।

Latest article