প্রতিবেদন : রাজ্যের সমস্ত দফতরের কাজকর্ম পর্যালোচনা করতে আজ, সোমবার বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। নবান্নে পর্যালোচনা বৈঠকে তিনি উন্নয়নমূলক কাজে গতি আনার পরামর্শ দেবেন। কোন দফতরের কাজে আরও অগ্রগতি দরকার, তা খতিয়ে দেখবেন। মুখ্যমন্ত্রীর এই বৈঠকে উপস্থিত থাকবে জেলা প্রশাসনও।
আরও পড়ুন: বিনা চিকিৎসায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা! এর বিচার করবে কে?
রাজ্যের সব দফতর ও জেলা প্রশাসনকে নিয়ে পর্যালোচনা বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। সেই বৈঠকের আগে রাজ্যের সব দফতরকে কড়া চিঠি পাঠান সদ্য দায়িত্ব নেওয়া মুখ্যসচিব মনোজ পন্থ। চিঠি পাঠানো হয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকেও। চিঠি পাঠানো হয়েছে সমস্ত জেলাশাসক, সমস্ত পুলিশ কমিশনার এবং ডিভিশনাল কমিশনারকে। মুখ্যসচিবের চিঠিতে উল্লেখ করা হয়েছে মুখ্যমন্ত্রীর বৈঠকের কথাও।
মুখ্যসচিব সব দফতরকে লিখেছেন, সরকারি কাজের প্রতিনিয়ত পর্যালোচনার প্রয়োজন রয়েছে। সেই লক্ষ্যেই এই বৈঠক। সরকারি কর্মীদের আরও দায়িত্ব সহকারে কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। অকারণে কাজে যোগ না দিলে তা ‘সার্ভিস কন্ডাক্ট রুল’ লঙ্ঘনের আওতায় পড়বে।
সরকারি কর্মীদের শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা মেনে চলার বার্তা দিয়ে সমস্ত দফতরের কার্যপ্রণালী নিয়ে এক বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করে তিনি জানান, লোকসভা ভোটের কারণে এমনিতেই কাজকর্মের গতি শ্লথ হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায় চার মাস সরকারি দফতরের কাজকর্ম গতি হারিয়েছে। সেই গতি ফিরিয়ে আনতে সবাইকে আরও সক্রিয় হয়ে কাজ করার নির্দেশ দেন তিনি। এ ব্যাপারে সোমবারের বৈঠকে দিশা দেখাবেন মুখ্যমন্ত্রী। নাগরিক পরিষেবার কাজ যেমন গ্রামীণ আবাস, গ্রামীণ কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল সরবরাহ ইত্যাদি প্রকল্পের কাজে কোথায় বাড়তি নজর দেওয়া দরকার তা জানাবেন তিনি।