প্রতিবেদন: আজ শনিবার দিল্লি বিধানসভা ভোটের গণনা। ফলাফল প্রকাশের আগের দিন বিজেপির নতুন চক্রান্ত সামনে এসেছে৷ ভোটে হারার ভয়ে আগে ভাগেই জয়ী বিধায়ক কেনার জন্য টাকার থলি নিয়ে ময়দানে নেমে পড়েছেন বিজেপির ফান্ড ম্যানেজাররা৷ শুক্রবার এই অভিযোগে সোচ্চার হয়েছে আম আদমি পার্টি৷
আরও পড়ুন-ইডেনের ম্যাচে সুবিধা মুম্বইয়ের
আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল দাবি করেন, বিজেপি নেতারা ১৫-১৬ কোটি টাকা হাতে নিয়ে আপ বিধায়ক কেনার ষড়যন্ত্র করেছে৷ এর আগেও গোয়া, মধ্যপ্রদেশ, রাজস্থানে একই কাজ করেছে বিজেপি শিবির, অভিযোগ করেন অরবিন্দ কেজরিওয়াল৷ এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল শুক্রবার দিল্লিতে এক জরুরি বৈঠকে বসেন তাঁর দলের সব প্রার্থীদের সঙ্গে৷ আপ সুপ্রিমো তাঁর দলের সব প্রার্থীকে সাবধান করেছেন বিজেপির ষড়যন্ত্র নিয়ে৷ চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কোনও প্রার্থী যাতে গণনাকেন্দ্র না ছাড়েন, তা নিশ্চিত করার নির্দেশও দিয়েছেন।