আজ ডায়মন্ড হারবারের সামনে ডালহৌসি

জিতেই লিগ শেষ করতে চান কিবুরা

Must read

প্রতিবেদন : কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের ‘বি’-তে খেলা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে অভিষেক মরশুমেই প্রথম ডিভিশনে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন হাতছাড়া হয়েছে আগের ম্যাচে বিএনআরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে। এই পরিস্থিতিতে শুক্রবার প্রথম ডিভিশনের সুপার সিক্স রাউন্ডে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামছে ডায়মন্ড হারবার। প্রতিপক্ষ ডালহৌসি (DHFC vs Dalhousie)। ৩২ পয়েন্ট পাওয়া ডায়মন্ড হারবার ম্যাচটা জিতলে তো বটেই, ড্র করলেও রানার্স হয়েই লিগ অভিযান শেষ করবে। তবে যেভাবে হোক শুক্রবার জিতেই মরশুম শেষ করতে মরিয়া ডায়মন্ড হারবারের কোচ কিবু ভিকুনা ও ফুটবলাররা।

আরও পড়ুন-চেন্নাইয়িনকে সমীহ করছে ইস্টবেঙ্গল

ডালহৌসি (DHFC vs Dalhousie) ম্যাচের আগে কিবু নিজের ফুটবলারদের তাতিয়ে চলেছেন। ফুটবলাররাও শপথ নিচ্ছেন তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ার। চ্যাম্পিয়ন না হতে পারার আফসোস থাকলেও, ডায়মন্ড হারবার শিবিরে কিন্তু হতাশা নেই। বরং খুব অল্প সময়ের মধ্যে দলগঠনের পর গোটা লিগজুড়ে টিম যে ফুটবল খেলেছে, তাতে অনেক ইতিবাচক দিক উঠে এসেছে বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট। তুহিন শিকদার, সাগর হাঁসদা, সফিক আলি গায়েন, সুকুরাম সর্দারদের মতো একঝাঁক তরুণ ফুটবলার উঠে এসেছেন। এদিকে, বিএনআরের বিরুদ্ধে যে দল খেলিয়েছিলেন, সেই দলটাই ডালহৌসির বিরুদ্ধে মাঠে নামাবেন বলে ইঙ্গিত দিয়েছেন কিবু। শুরু থেকেই আক্রমণের ঝড় তুলে দ্রুত গোল তুলে আনাই লক্ষ্য ডায়মন্ড হারবারের স্প্যানিশ কোচের।

Latest article