প্রতিবেদন : কলকাতা লিগে অপ্রতিরোধ্য ডায়মন্ড হারবার এফসি (DHFC) ইতিমধ্যেই সুপার সিক্সে জায়গা করে নিয়েছে। লিগে এখনও অপরাজিত কিবু ভিকুনার দল। বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে পাঠচক্রের বিরুদ্ধে খেলতে নামছে ডায়মন্ড হারবার। খেলা বিধাননগর পুরসভার মাঠে। ১১ ম্যাচের মধ্যে ৯টিতে জিতে ২৯ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে ডায়মন্ড হারবার। মহামেডানের সঙ্গে ড্র করার পর টানা চার ম্যাচ জিতেছেন জবি জাস্টিনরা। পাঠচক্রকে হারিয়ে শীর্ষে থেকে সর্বাধিক পয়েন্ট নিয়েই চ্যাম্পিয়নশিপ রাউন্ডে নামতে চায় ডায়মন্ড হারবার।
গ্রুপ পর্বের পয়েন্ট সুপার সিক্সেও ধরা হবে। তাই প্রতিটি ম্যাচ জিতে খেতাবি রাউন্ডে নামাই লক্ষ্য ডায়মন্ড হারবারের। দলের ফুটবলাররা ছন্দে রয়েছেন। এবার ডায়মন্ড হারবারের (DHFC) আক্রমণভাগ শক্তিশালী। টিমে একাধিক গোলস্কোরার। শুধু তারকা স্ট্রাইকার জবিই নন, গোল করছেন বাকিরাও। শেষ চার ম্যাচে ১৫ গোল করেছে দল। লিগের শুরুর দিকের জড়তা কাটিয়ে ফুটবলারদের বোঝাপড়া বেড়েছে। অনেক বেশি তীব্রতা বেড়েছে খেলায়।
গ্রুপের শেষ ম্যাচটাও আগের ম্যাচগুলোর মতো একই মানসিকতা নিয়ে খেলতে চায় দল। প্রতিপক্ষ পাঠচক্র শেষ পাঁচ ম্যাচ জিতেছে। এটাই চিন্তায় রাখছে ডায়মন্ড হারবারকে। তবে নিজেদের ছন্দ ধরে রাখার ব্যাপারে আশাবাদী দল। হেড কোচ কিবু প্র্যাকটিসে বিভিন্ন কম্বিনেশন ঝালিয়ে নিয়েছেন। লিগ চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য, তাই ফুটবলারদের মধ্যে আত্মতুষ্টি যাতে গ্রাস না করে সেদিকেও নজর রাখছেন ডায়মন্ড হারবারের স্প্যানিশ কোচ।
আরও পড়ুন- কোথায় বন্ধ! নবান্নের হাজিরা প্রায় ৯৫ শতাংশ
পাঠচক্র দলটা তারুণ্যে ভরপুর। তাদের গতি ও তীব্রতার মোকাবিলায় রক্ষণ সামলে পাল্টা আক্রমণাত্মক ফুটবলকেই হাতিয়ার করছে ডায়মন্ড হারবার। দলের সহকারী কোচ দেবরাজ চট্টোপাধ্যায় বলেছেন, ‘‘পাঠচক্র দলটার সঙ্গে আমি অনেকদিন ছিলাম। শুভজিৎ মান্ডির মতো উইঙ্গার রয়েছে। বেশ কয়েকজন তরুণ প্রতিভা রয়েছে দলে। ফলে ওদের খেলায় গতি রয়েছে। ডিফেন্স থেকে আক্রমণে ভারসাম্যের ফুটবল খেলে। পাঠচক্র শেষ কয়েকটা ম্যাচ জিতেছে। আগের ম্যাচেই ইউনাইটেড স্পোর্টসকে হারিয়েছে। আমাদের সতর্ক থাকতে হবে।’’
আগের ম্যাচে কার্ড সমস্যায় খেলতে পারেননি সাইবর। তাঁকে পাঠচক্রের বিরুদ্ধে পাচ্ছে ডায়মন্ড হারবার। তবে রবিলাল মন্ডিকে আবার কার্ড সমস্যার জন্য খেলাতে পারবেন না কিবু। তবে বিকল্প রয়েছে ডায়মন্ড হারবার কোচের হাতে।