প্রতিবেদন : ডুরান্ডের মধ্যে বুধবার ফের কলকাতা লিগের ম্যাচ খেলতে নামছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব (DHFC)। নৈহাটি স্টেডিয়ামে তাদের সামনে এবার পিয়ারলেস। আগের ম্যাচে যারা মহামেডান স্পোর্টিংকে হারিয়ে দিয়েছে। গ্রুপ ‘বি’-তে ডায়মন্ড হারবার ৬ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। পিয়ারলেস এক ম্যাচ বেশি খেলে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। তবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব কলকাতা লিগে এখনও পর্যন্ত অপরাজিত। আই লিগকে সামনে রেখে ডুরান্ড কাপকেই অগ্রাধিকার দিয়েছে ডায়মন্ড হারবার। তাই সিনিয়রদের কিবু ভিকুনার দল ডুরান্ডেই খেলাচ্ছে। জুনিয়র এবং রিজার্ভ প্লেয়ারদের ঘরোয়া লিগে খেলিয়ে তৈরি করে নিচ্ছে ডায়মন্ড হারবার (DHFC)। লিগের ম্যাচে নয়ন টুডু, বিশাল দাস, আকাশ হেমব্রম, দিলীপ ওরাওঁ, সাইরুয়াত কিমা, জয়দীপ সিংরা ভরসা দিচ্ছেন দলকে। কোচ কিবুও একান্ত প্রয়োজন না হলে লিগের ম্যাচে সিনিয়রদের খেলাতে চান না।
আরও পড়ুন-সিএবি সভাপতি হয়তো সৌরভ
পিয়ারলেসের বিরুদ্ধে লড়াইটা অবশ্য কঠিন হতে যাচ্ছে ডায়মন্ড হারবারের। ছ’বছর আগে কলকাতা লিগে চ্যাম্পিয়ন হয়েছিল পিয়ারলেস। এই বছরও তারা সুপার সিক্সের দৌড়ে রয়েছে। ডায়মন্ড হারবারও লিগে এখনও পর্যন্ত মসৃণ গতিতে ছুটছে। পিয়ারলেসের বিরুদ্ধেও জয়ের ধারা অব্যাহত রেখে অপরাজিত তকমা ধরে রাখাই লক্ষ্য ডায়মন্ড হারবারের।