প্রতিবেদন : আই লিগ তৃতীয় ডিভিশনে ডায়মন্ড হারবার (DHFC vs SC Bengaluru) ফুটবল ক্লাবের জয়রথ ছুটছে। ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম তিন ম্যাচ টানা জিতেছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। সোমবার গ্রুপের শেষ ম্যাচে জবি জাস্টিনদের প্রতিপক্ষ স্থানীয় দল স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরু। ডায়মন্ড হারবারের মতো তারাও জয়ের হ্যাটট্রিক করেছে। দু’দলেরই পয়েন্ট ৯। কিন্তু শেষ ম্যাচে ৬-০ গোলে জিতে গোল পার্থক্যে এগিয়ে থেকে গ্রুপ শীর্ষে বেঙ্গালুরু। তাই পরের রাউন্ডে যেতে হলে ডায়মন্ড হারবারকে জিততেই হবে বেঙ্গালুরুর বিরুদ্ধে। সোমবার দুপুর ৩টে থেকে খেলা কর্নাটক ফুটবল সংস্থার মাঠ বেঙ্গালুরু স্টেডিয়ামে।
ডায়মন্ড হারবারের (DHFC vs SC Bengaluru) কোচ কিবু ভিকুনা চান, ফুটবলাররা গ্রুপের শেষ ম্যাচে নিজেদের সেরা ফুটবলটা খেলুক। আগের ম্যাচে আব্বাস ইউনিয়ন এফসি-র বিরুদ্ধে প্রচুর গোলের সুযোগ নষ্ট করেছে দল। ফাঁকা গোলে বল রাখতে পারেননি ফুটবলাররা। দেবায়ন হাজরা, জবি, রাহুল পাসোয়ানরা গোলের সুযোগ কাজে লাগাতে পারলে শেষ ম্যাচের আগে গোল পার্থক্য অনেকটা বাড়িয়ে রাখতে পারত ডায়মন্ড হারবার। সেক্ষেত্রে বেঙ্গালুরুর সঙ্গে ড্র করলেও পরের রাউন্ডে ওঠার সুযোগ থাকত। তাই বেঙ্গালুরুকে যে কোনও মূল্যে হারাতেই হবে কিবুর দলকে।
সোমবারের ম্যাচে প্রথম একাদশে কিছু বদল আনতে পারেন ডায়মন্ড হারবারের আই লিগ জয়ী স্প্যানিশ কোচ। বিকল্প প্ল্যান ‘বি’ তৈরি কিবুর। জবি, রাহুল, আরিয়ানদের কাছে আরও নিখুঁত ফুটবল চাইছেন ডায়মন্ড হারবার কোচ। ম্যাচের আগের দিন কিবু বলেছেন, ‘‘আই লিগ থ্রি-র পরের পর্বে উঠতে বেঙ্গালুরুর বিরুদ্ধে নির্ণায়ক ম্যাচ খেলব আমরা। ছেলেরা ভাল খেলছে। ওদের পারফরম্যান্সে আমি খুশি। বেঙ্গালুরু কঠিন প্রতিপক্ষ। ওরাও আমাদের মতো ৯ পয়েন্টে দাঁড়িয়ে। ওদের বিরুদ্ধে সফল হতে গেলে আমাদের রক্ষণ ও আক্রমণে ট্যাক্টিক্যালি নিখুঁত থাকতে হবে।’’
আরও পড়ুন- পৌষমেলার মাঠ দেবে বিশ্বভারতী কর্তৃপক্ষ