মুম্বই, ২ এপ্রিল : পঞ্চদশ আইপিএলের শুরুতেই হোঁচট খেয়েছে চেন্নাই সুপার কিংস। পরপর দুই ম্যাচে হেরে কোণঠাসা গতবারের চ্যাম্পিয়নরা। এই অবস্থায় রবিবার ফের মাঠে নামছে সিএসকে। ব্রেবোর্ন স্টেডিয়ামে ধোনি-জাদেজাদের সামনে এবার টুর্নামেন্টের অন্যতম ফেভারিট পাঞ্জাব কিংস। নেতৃত্বের ব্যাটন বদল হওয়ার পর চারবারের চ্যাম্পিয়নদের বেশ ইয়েলো ব্রিগেডের রং যেন ফ্যাকাশে। অধিনায়কত্ব ছেড়ে মহেন্দ্র সিং ধোনি ব্যাট হাতে দাপট দেখালেও নতুন অধিনায়ক রবীন্দ্র জাদেজার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে। ঘুরে দাঁড়াতে হলে সব বিভাগেই অনেক উন্নতি করতে হবে সিএসকে-কে।
আরও পড়ুন-শেষ মুহূর্তেও চক্রান্তের তত্ত্ব ইমরানের মুখে, আজ পাকিস্তানে আস্থা ভোট
প্রথম ম্যাচে কেকেআরের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে নতুন দল লখনউ সুপার জায়ান্টসের কাছেও হারতে হয়েছে ধোনিদের। প্রথম ম্যাচে চেন্নাইয়ের ব্যাটিং ডুবিয়েছে। আর লখনউয়ের বিরুদ্ধে শিশিরের কারণে সিএসকে বোলারদের কাজটা অনেক কঠিন হয়ে যায়। ফলে ২১০-এর উপর রান তুলেও তা ধরে রাখতে পারেনি জাদেজার দল। টস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে এবারের আইপিএলে। কারণ, দ্বিতীয় ইনিংসে খুব শিশির পড়ছে। ফলে টস জিতে দলগুলি রান তাড়া করতে চাইছে।
আরও পড়ুন-বিক্ষোভ, জরুরি অবস্থা, বিপন্ন শ্রীলঙ্কা, ত্রাণ পাঠাল ভারত, ডিজেল-চাল-ওষুধ নিয়ে কলম্বো পৌঁছল জাহাজ
সিএসকে-কে আগের ম্যাচ থেকে শিক্ষা নিয়ে আরও ভালভাবে তৈরি হতে হবে। শিশিরে ভেজা বলেও কীভাবে পারফরম্যান্স করা যায়, তার উপায় নিশ্চয় বের করতে হবে চেন্নাইকে। অধিনায়ক জাদেজা বলেছেন, ‘‘প্রচণ্ড শিশির পড়ছে। বল হাতে রাখা যাচ্ছে না। আমাদের ভিজে বলে আরও বেশি অনুশীলন করতে হবে।’’ তবে সিএসকে বোলিংও কিছুটা দুর্বল লাগছে। বিশেষ করে, চোটের জন্য দীপক চাহার, অ্যাডাম মিলনে এবং ডেথ ওভার বিশেষজ্ঞ ক্রিস জর্ডন না থাকায়। তবে ব্যাটিং নিয়ে বিশেষ চিন্তা নেই তাদের। নেতৃত্ব ছেড়ে দিলেও ব্যাট হাতে ফিনিশার ধোনি সেই পুরনো মেজাজে ফিরেছেন। পাঞ্জাব প্রথম ম্যাচ জিতলেও কেকেআরের কাছে হারের পর মায়াঙ্ক আগরওয়ালরা জয়ে ফিরতে মরিয়া।