গতকাল ভাসল অন্ডাল, আজ দমদম বিমানবন্দর

শুক্রবার বৃষ্টিতে অন্ডাল বিমানবন্দরের জলছবি দেখা গিয়েছিল। তারপর শনিবার ভাসল কলকাতা বিমানবন্দর (Dumdum airport)।

Must read

প্রতিবেদন : শুক্রবার বৃষ্টিতে অন্ডাল বিমানবন্দরের জলছবি দেখা গিয়েছিল। তারপর শনিবার ভাসল কলকাতা বিমানবন্দর (Dumdum airport)। এক রাতের বৃষ্টিতেই জল থইথই বিমানবন্দরের একাধিক জায়গা। জলের মধ্যে দাঁড়িয়ে একাধিক বিমান। তবে জমা জলের জেরে বিমান চলাচলে কোনও বাধা হয়নি বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। কলকাতা বিমানবন্দরে কিছু কিছু অংশে প্রায় হাঁটুজল দাঁড়িয়ে গিয়েছে। জলের মধ্যেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় একাধিক বিমানকে।

আরও পড়ুন-রাজ্যের বাসিন্দাদের ফেরাতে তৎপরতা

মুহূর্তের মধ্যে সেই ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। দমদমের নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার একটি বড় অংশ জুড়ে এখন চলছে মেট্রো রেলের কাজ। তার জেরে বিপর্যস্ত গোটা নিকাশি ব্যবস্থা। শনিবার ভারী বৃষ্টির কারণে জল জমেছে পার্কিং এলাকাতেও। হ্যাঙ্গারগুলিতে আগেও বর্ষায় জলজমার ছবি দেখা গিয়েছে। তার পরেও টনক নড়েনি বিমানবন্দর কর্তৃপক্ষের। নিকাশি ব্যবস্থা ও তার সংস্কার নিয়ে নেই কোনও পদক্ষেপ। ফলে বৃষ্টি হলেই বিমানগুলিকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে জলের মধ্যে। তবে রানওয়ে বেশ কিছুটা উঁচু হওয়ায় সেখানে জল জমেনি।

Latest article