প্রতিবেদন : কলকাতা প্রিমিয়ার লিগে (kolkata premier league 2023) শনিবার ফের মাঠে নামছে ইস্টবেঙ্গল। নৈহাটি স্টেডিয়ামে লাল-হলুদের প্রতিপক্ষ এরিয়ান (East Bengal- Aryan)। ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’-র শীর্ষ রয়েছে ইস্টবেঙ্গল। অন্যদিকে, ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে এরিয়ান। কলকাতা লিগে কোচের দায়িত্ব পালন করা বিনো জর্জ তাই আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন। বিনোর বক্তব্য, গ্রুপের শীর্ষে থাকাটা ইতিবাচক ঘটনা। কিন্তু এরিয়ানকে হালকাভাবে নিচ্ছি না। ওরা যথেষ্ট ভাল দল। সুপার সিক্সে থাকার দৌড়ে রয়েছে। আমরা শেষ ম্যাচ জিতলেও, সেদিন দ্বিতীয়ার্ধে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। বেশ কিছু জায়গায় দলকে উন্নতি করতে হবে। তবে কাল ছেলেরা শুরু থেকেই তিন পয়েন্টের জন্য ঝাঁপাবে। এদিকে, ডুরান্ডের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর সিনিয়র দলকে দু’দিনের ছুটি দিয়েছেন কার্লেস কুয়াদ্রাত। তিনি নিজেও দুবাই গিয়েছেন ব্যক্তিগত কাজে। শেষ আটে ইস্টবেঙ্গলের (East Bengal- Aryan) প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। হাতে কয়েকটা দিন সময় পেতেই ফুটবলারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লাল-হলুদ কোচ।
আরও পড়ুন-চ্যাম্পিয়ন বিশ্ববাংলা সংবাদ