ভবানীপুর, সামশেরগঞ্জ, জঙ্গিপুর : আজ জবাবের ভোট

Must read

অপরাজিতা সেন: বিধানসভা নির্বাচনে বিপুলভাবে পরাজিত হয়েছে বিজেপি। সারা দেশের সর্বশক্তি দিয়েও সম্মানের লড়াইতে বাংলার মাটিতে হারতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের কাছে। কিন্তু সেই পরাজয় হজম করতে পারছে না তারা। তাই ফলাফলের পর থেকে চলছে চক্রান্ত, অসভ্যতা, বৈষম্য, কুৎসা, প্রতিহিংসার রাজনীতি। বিজেপি একা পারছে না। দেউলিয়া। তাই নামিয়েছে সিবিআই, ইডি, কেন্দ্রীয় মানবাধিকার কমিশন-সহ সংস্থাগুলিকে।

আরও পড়ুন: ভোটের আগে ছন্নছাড়া পাঞ্জাব কংগ্রেস, সিধুর ইস্তফার পর এবার শাহের সঙ্গে বৈঠক অমরিন্দরের

তাই আজ বৃহস্পতিবার বাংলার তিন কেন্দ্রের ভোট হয়ে উঠবে জবাবের ভোট। ভবানীপুরে নজর সবার। সঙ্গে জঙ্গিপুর, সামশেরগঞ্জ। গত চার মাস বিজেপির সার্বিক অসভ্যতার জবাব আজকের ভোটে। লক্ষ্য ৩-০। অর্থাৎ বাংলায় তৃণমূলের বিধায়কসংখ্যা বাড়বে। বিজেপির সঙ্গে পার্থক্যও বাড়বে। পরবর্তী চারটি উপনির্বাচনের আগেই বিজেপির মনোবল ভেঙে গুঁড়িয়ে যাবে। তখন আরও চার আসন পাবে তৃণমূল।
এই পরিপ্রেক্ষিতে তৃণমূল কর্মীরা ঠান্ডা মাথায় বৃহস্পতিবারের ভোটের প্রস্তুতি নিয়েছেন। নেতৃত্ব সাংগঠনিকভাবে বার্তা দিচ্ছেন সব কর্মীকে।

১) কোনও আত্মতুষ্টি নয়। সবাই জানেন মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন। অন্য আসন দুটিতেও তৃণমূলের প্রার্থীরা জিতবেন। কিন্তু আত্মতুষ্টি নয়। যত বেশি সম্ভব ভোটের ব্যবধানে জিততে হবে। গণতন্ত্রের এই উৎসবে নির্ভয়ে, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিন।

২) যদি বৃষ্টি হয় বা আবহাওয়া প্রতিকূল থাকে, তাহলেও ভোটাররা যাতে বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে আসেন, তার যথাযথ পরিবেশ ও পরিকাঠামো সুনিশ্চিত করতে হবে। নির্বাচনী মেনেই সহনাগরিকদের সাহায্য করা দরকার।

৩) কেউ বিজেপির কোনও প্ররোচনায় পা দেবেন না। বিজেপি হার নিশ্চিত জেনে নাটক করবে। মিডিয়ার নজর টানতে অভিনয় করবে। একেবারে গুরুত্ব দেবেন না। তৃণমূল কর্মীরা সহিষ্ণুতা ও সংযম দেখান। প্রয়োজনে দলকে জানান বা রিটার্নিং অফিসার, নিরাপত্তাকর্মীদের জানান। দলীয় নেতৃত্ব যা করার করবেন।

৪) তৃণমূল কর্মীরা সাংগঠনিকভাবে নিজেদের করণীয় করুন। যে দায়িত্ব দল আপনাকে দিয়েছে, বুথে বা এলাকায়, যথাযথভাবে সেই দায়িত্ব পালন করুন। বিজেপি যে ফাঁদই পাতুক, নিজের জায়গা ছাড়বেন না। আমাদের লক্ষ্য বিপুল জয়ের মাধ্যমেই বিজেপিকে মুখে ঝামা ঘষে দেওয়া। ভোট প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত এই সংক্রান্ত নির্দিষ্ট ভূমিকা পালনই আসল দায়িত্ব।

আরও পড়ুন: এবার গোয়ায় সূর্যোদয় : অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূল কর্মীরা প্রস্তুত। মানুষ প্রস্তুত। বাংলাকে অপমান, দমনপীড়নের জবাব হবে আজ। তৃণমূল মাথা নত করছে না। তৃণমূল প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। তৃণমূল বিকল্প হয়ে মাথা তুলছে। তাই তৃণমূলকে যেনতেনপ্রকারে থামাতে হবে। এই কুৎসিত মানসিকতা থেকে বিজেপি যে লাগামছাড়া অসভ্যতা করে চলেছে, তার জবাব আজ আবার দেবে বাংলা। ৩-০ ফল আসছে, তৈরি থাকুক বিজেপি।

Latest article