খেলা

আজ নজরে বিরাট, হোয়াইটওয়াশও

আমেদাবাদ, ১১ ফেব্রুয়ারি : ইংল্যান্ডকে ৩-০ হোয়াইটওয়াশ করে মরুদেশে পা রাখতে চাইছে টিম ইন্ডিয়া। বুধবার আমেদাবাদের মোতেরা স্টিডিয়ামে সিরিজের তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচ। রোহিত শর্মাদের কাছে সুযোগ জয়ের ছন্দ ধরে রেখে দুবাইগামী বিমানে ওঠার। কটক জয়ে একটা কাঁটা সরে গিয়েছে অধিনায়ক রানে ফেরায়। চিন্তার মেঘ যেটুকু রয়েছে সেটা বিরাট কোহলিকে নিয়ে। আমেদাবাদে বিরাট (Virat Kohli) রান পেয়ে গেলে দ্বিগুণ আত্মবিশ্বাস বুকে নিয়ে মিনি বিশ্বকাপ জয়ের মিশনে যেতে পারবে মেন ইন ব্লু।
আমেদাবাদে ভারত ফিরল ঠিক ৪৪৮ দিন পর। ২০২৩-এ মোতেরায় ১৯ নভেম্বরের সেই রাত হৃদয় ভেঙেছিল ভারতবাসীর। বিশ্বকাপ হারানোর যন্ত্রণায় ক্ষতবিক্ষত হয়েছিলেন ক্রিকেটাররা। মোতেরায় পা দিয়ে নিশ্চয় তা মাথা থেকে একেবারে ঝেড়ে ফেলা সম্ভব নয় তাঁদের পক্ষে। তবে এই ভারত অতীত মাথায় রাখে না। বরং বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে জয়ের বীরগাথা লিখেই ভক্তদের খুশি করার চেষ্টা করতে চাইবে রোহিত ব্রিগেড।

আরও পড়ুন-মুক্তি, খাঁচা থেকে নিজের ডেরায় জঙ্গলে ফিরল দক্ষিণরায়, স্বস্তি মৈপীঠে

ভারতীয়দের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিপর্ব ভালভাবে শেষ হবে যদি আমেদাবাদে শেষ ওয়ান ডে-ও দল জেতে এবং বিরাট রানে ফেরে। অনুশীলনে সেভাবে ভুল করছেন না। প্রচুর নির্ভুল শট খেলছেন। কিন্তু ম্যাচে এসে ক্রিজে বেশিক্ষণ থাকতে পারছেন না। যোগরাজ সিংয়ের মতো প্রাক্তন ক্রিকেটারের পরামর্শ, নেটে ২০০০-৩০০০ বল খেলুক বিরাট, তাহলেই পুরনো ছন্দ ফিরে পাবে।
রোহিত সেঞ্চুরিতে জবাব দিয়েছেন। মোতেরায় বিরাটের রানে ফেরার আশায় ভক্তরা। প্রথম ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি। কটকে দ্বিতীয় ম্যাচে মাত্র ৫ রান করেছেন। আমেদাবাদে যদি মার্ক উড, আদিল রশিদদের বিরুদ্ধে বিরাটের ব্যাট চলে, তাহলে আরও এক নতুন মাইলফলক গড়ে ফেলতে পারেন। ৮৯ রান করতে পারলে ক্রিকেট ইতিহাসের মাত্র তৃতীয় ব্যাটার হিসেবে ৫০ ওভারের ফরম্যাটে ১৪ হাজার রানের কীর্তি গড়বেন। টপ অর্ডারে পরপর দুই ম্যাচেই রান করেছেন শুভমন গিল, শ্রেয়স আইয়ার। নিয়মরক্ষার তৃতীয় ম্যাচে যশস্বী জয়সওয়ালকে খেলানো হয় কি না দেখার। বোলিং নিয়ে খুব একটা অস্বস্তি না থাকলেও মহম্মদ শামি, হর্ষিত রানা, হার্দিক পান্ডিয়ারা একটু বেশিই রান খরচ করছেন। নিশ্চয় এই ব্যাপারটা ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। স্পিন বিভাগে দুরন্ত ছন্দে রবীন্দ্র জাদেজা। অক্ষর প্যাটেল ব্যাটে-বলে ছন্দে। কুলদীপ যাদবকে কটকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তাঁকে শেষ ম্যাচে ফেরানো হয় কি না দেখার। শামি দুটো ওয়ান ডে-ই খেলেছেন। চোট সারিয়ে ফেরা তারকা পেসারকে শেষ ম্যাচে বিশ্রাম দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তরতাজা রাখার ভাবনাও থাকতে পারে থিঙ্ক ট্যাঙ্কের। ইংল্যান্ড চাইছে শেষ ম্যাচটা জিতে নিজেদের উজ্জীবিত করে পাকিস্তানে পা রাখতে। কিন্তু বাটলারদের ‘বাজবল’ কৌশল এখানে কাজ করছে না ভারতের বোলিং বৈচিত্রের কারণে। টিম কম্বিনেশন ও রণকৌশলে বদল এনেই হয়তো ঘুরে দাঁড়ানোর রাস্তা খুঁজে বের করতে চাইবেন বাটলাররা।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

36 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

59 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

1 hour ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

1 hour ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

1 hour ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

1 hour ago