আজ আইসিসির মহাবৈঠক

হাইব্রিড মডেল মানছে না পিসিবি

Must read

ইসলামাবাদ, ২৮ নভেম্বর : হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, এই অবস্থানে অনড় পাকিস্তান। ভারত ওয়াঘার ওপারে গিয়ে খেলবে না, এটা নিশ্চিত হওয়ার পরেও নিজেদের কট্টর অবস্থান বদলাতে নারাজ পাক ক্রিকেট বোর্ড। টুর্নামেন্ট নিয়ে জট কাটাতে শুক্রবার বোর্ড মিটিং ডেকেছে আইসিসি। ভার্চুয়াল বৈঠকে থাকবেন আইসিসি-র কার্যকরী কমিটির সদস্যরাও। তার আগে আইসিসি-কে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে পাকিস্তান।
সূত্রের খবর, বৃহস্পতিবার আইসিসি-কে (ICC) চিঠি দিয়ে পিসিবি এটাও জানিয়েছে যে, শুক্রবারের বোর্ড মিটিংয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির বিকল্প ভেনু নিয়েও যেন আলোচনা না হয়। পাকিস্তান কোনওভাবেই হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে চায় না। পিসিবি-র এক কর্তা সংবাদসংস্থাকে বলেছেন, ‘‘আমরা আইসিসি-কে জানিয়েছি, হাইব্রিড মডেল পাকিস্তানের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা বিকল্প ভেনুতে টুর্নামেন্টের কোনও ম্যাচ সরাতে চাই না।’’

আরও পড়ুন- সন্ন্যাসীদের সামনে রেখে পুলিশকে হামলা বিজেপির

পিসিবি কর্তা আরও বলেন, ‘‘আমরা আগে হাইব্রিড মডেলের সম্ভাবনার কথা বলেছিলাম এই কারণেই যে, ভারত যদি পাকিস্তানে না আসে তাহলে ভবিষ্যতে ভারতে অনুষ্ঠিত সমস্ত আইসিসি প্রতিযোগিতাই হাইব্রিড মডেলে করতে হবে। ২০৩১ সালে ভারত এবং বাংলাদেশে ওয়ান ডে বিশ্বকাপ। ভারতে তখন খেলতে যাবে না পাকিস্তান।’’
পাকিস্তানের অনড় অবস্থানে টুর্নামেন্ট নিয়ে জট বাড়ছে। আইসিসি টুর্নামেন্ট পাকিস্তান থেকে সরিয়ে আমিরশাহিতে নিয়ে গেলে নতুন আইনি ঝামেলা তৈরি হতে পারে। কীভাবে সমাধানসূত্র বের করে করে আইসিসি বা আদৌ কোনও রফাসূত্র বেরোয় কি না, সেটাই এখন দেখার।

Latest article