প্রতিবেদন : গত মরশুম থেকে মুম্বই সিটি এফসি-কে হারাতে পারেনি এটিকে মোহনবাগান। বৃহস্পতিবার আরও একবার গতবারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হচ্ছে সবুজ-মেরুন। চলতি আইএসএলে প্রথম পর্বের ম্যাচে মুম্বইয়ের কাছে পাঁচ গোল হজম করেছিল হাবাসের দল। জুয়ান ফেরান্দোর ছেলেরা ব্যর্থতার ছবিটা বদলাতে মরিয়া হবেন সন্দেহে নেই। ডার্বি জয়ের পর গোটা দলের আত্মবিশ্বাস তুঙ্গে। কিন্তু ডার্বির পরের ম্যাচটাই সব সময় কঠিন হয়। সেটা মাথায় রেখেই বাকিদের সতর্ক করে দিচ্ছেন বাগানে বড় ম্যাচের অভিজ্ঞ ফুটবলাররা।
আরও পড়ুন-কর্মসংকোচনের কেন্দ্রীয় বাজেট অনিশ্চিত ইস্পাত শিল্প
হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে মুম্বই ম্যাচেও রয় কৃষ্ণের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। শুরু থেকে সম্ভবত নেই তিনি। ম্যাচের পরিস্থিতি বুঝে পরিবর্ত হিসেবে তাঁকে খেলাতে পারেন জুয়ান। পরের ম্যাচ ও প্লে-অফের কথা ভেবে দলের গোলমেশিনকে বাঁচিয়ে রাখতে চাইছেন স্প্যানিশ কোচ। তবে খেলার জন্য তৈরি সন্দেশ ঝিঙ্গান। এই ম্যাচে সবার নজর থাকবে ডার্বির নায়ক কিয়ান নাসিরির দিকে। বড় ম্যাচে হ্যাটট্রিকের পর লিগের অন্যতম শক্তিশালী দলটির বিরুদ্ধে জামশিদ নাসিরির পুত্র কেমন পারফরম্যান্স করেন, সেদিকে নজর থাকবে সবার।
২১ বছরের কিয়ানকে অবশ্য সুপার-সাব হিসেবেই ব্যবহার করতে চাইছেন কোচ। শুরু থেকে খেলিয়ে ব্যর্থ হলে চাপে পড়ে যেতে পারেন। তাই এখনই প্রথম একাদশে কিয়ানকে ব্যবহার করতে চান না জুয়ান। ম্যাচের আগের দিন তিনি বললেন, ‘‘ওর জন্য আমি খুব খুশি। জায়গা তৈরি, ফিনিশিং, পাসের টাইমিং সব ক্ষেত্রেই কিয়ান খুব ভাল। তবে ওকে সময় দিতে হবে। প্রতি ম্যাচেই ও উন্নতি করবে।”