মুম্বই, ২২ অক্টোবর : দেশের মাঠে বিশ্বকাপের শুরুটা ফেভারিটের মতোই করেছিল ভারতের মেয়েরা। কিন্তু প্রথম দুই ম্যাচ জেতার পর হারের হ্যাটট্রিক করে চাপে পড়ে গিয়েছে হরমনপ্রীত কৌরের দল। তবু চতুর্থ দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সবচেয়ে ভাল জায়গায় রয়েছেন স্মৃতি মান্ধানারাই। বৃহস্পতিবার নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হরমনপ্রীতরা। ভারতের কাছে কার্যত কোয়ার্টার ফাইনাল।
আরও পড়ুন-দার্জিলিংয়ে খাদে পড়ল গাড়ি, মৃত ৪, উদ্ধার এক মা-হারা শিশু
টানা হারের ধাক্কা কাটিয়ে সোফি ডিভাইনদের হারাতে পারলে বিশ্বকাপের সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলবে ভারত। কারণ, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার থেকে নেট রান রেটে অনেক এগিয়ে স্মৃতিরা। পয়েন্টের বিচারে ভারত ও নিউজিল্যান্ড একই জায়গায়। দু’দলেরই ৫ ম্যাচে ৪ পয়েন্ট। নেট রান রেটে এগিয়ে থাকায় ভারত চারে এবং নিউজিল্যান্ড পাঁচ নম্বরে। কিন্তু নিউজিল্যান্ডের কাছে হারলে হরমনদের শেষ চারে যেতে হলে ইংল্যান্ডের কাছে হারতে হবে কিউয়িদের। পাশাপাশি ভারতকে জিততে হবে বাংলাদেশের বিরুদ্ধে।
নিউজিল্যান্ডের দুর্ভাগ্য, কলম্বো থেকে বৃষ্টি তাদের পিছু তাড়া করছে। তাদের শেষ দু’টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। নভি মুম্বইয়েও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারতের বিরুদ্ধে জিতে সেমিফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখতে চান সোফিরা। আবার বৃহস্পতিবারের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে সুবিধা পাবেন হরমনরা। আবার ভারতের বাকি দু’টি ম্যাচই বৃষ্টিতে বাতিল হলেও সেমিফাইনালে উঠতে পারেন স্মৃতিরা। সেক্ষেত্রে নিউজিল্যান্ডকে জিতলে চলবে না ইংল্যান্ডের বিরুদ্ধে। শ্রীলঙ্কাও যদি ভারতের সঙ্গে ৬ পয়েন্টে পৌঁছে যায়, তাহলে নেট রান রেটে এগিয়ে থেকে সেমিফাইনালে চলে যাবেন স্মৃতিরা। ইংল্যান্ডের বিরুদ্ধে জেতা ম্যাচ হাতছাড়া করেছে ভারত। স্মৃতি, হরমনরা ম্যাচ শেষ করে আসতে পারছেন না। আগের ম্যাচে ষষ্ঠ বোলার খেলিয়েও সুবিধা করতে পারেনি দল। দেখার, কিউয়ি চ্যালেঞ্জ কীভাবে টপকাতে পারে হরমনের ভারত!
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…