কেপটাউন, ১৯ ফেব্রুয়ারি : ইংল্যান্ডের (England) কাছে হারের ৪৮ ঘণ্টার মধ্যেই ফের মাঠে নামছেন হরমনপ্রীত কৌররা। সোমবার ভারতীয় মেয়েদের সামনে আয়ারল্যান্ড (India vs Ireland)। জিতলেই হরমনপ্রীতদের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে (T20 World Cup Semi Final) ওঠা নিশ্চিত। আইরিশরা টানা তিন ম্যাচ হেরে গ্রুপের তলানিতে। এমন দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে জয় পেতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। যদিও ইংল্যান্ডকে টপকে গ্রুপ শীর্ষে থাকার সম্ভাবনা কার্যত নেই ভারতের (India vs Ireland)। কারণ তিন ম্যাচ জিতে গ্রুপের এক নম্বরে থাকা ইংল্যান্ড শেষ ম্যাচ খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। ওই ম্যাচটা যদি তারা হেরেও যায়, সেক্ষেত্রে বিচার্য হবে নেট রানরেট। যাতে ইংল্যান্ড এই মুহূর্তে অনেকটাই এগিয়ে। এদিকে, কাগজে-কলমে পিছিয়ে থাকা আয়ারল্যান্ডকে বাড়তি গুরুত্ব দিচ্ছে ভারতীয় শিবির। হরমনপ্রীত বলছেন, ‘‘বিশ্বকাপের কোনও ম্যাচই সহজ নয়। তাছাড়া এটা টি-২০ ফরম্যাট। এখানে একটা-দু’টো ওভারেই ম্যাচের রং পাল্টে যেতে পারে।’’ মেয়েদের ক্যাপ্টেন আরও যোগ করেছেন, ‘‘ইংল্যান্ড ম্যাচের হার থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে ঝাঁপাব। আয়ারল্যান্ডকে হারাতে গেলে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে। আত্মতুষ্টির প্রশ্নই ওঠে না।’’
আরও পড়ুন:মহেশের গোলে মুম্বই জয় লাল-হলুদের