ইন্দোর, ২৩ জানুয়ারি : উজ্জয়িনীর মহাকেলেশ্বর মন্দির ইন্দোর (India vs New Zealand) থেকে গাড়িতে ঘণ্টা দু-আড়াইয়ের পথ। হাসপাতালের বেডে থাকা এক সতীর্থদের দ্রুত আরোগ্য কামনা করে সোমবার ভোরে সেখানে পুজো দিয়ে এলেন কয়েকজন ভারতীয় ক্রিকেটার।
ঋষভ পন্থ ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনা থেকে প্রাণে বাঁচলেও তাঁর মাঠে ফেরা লম্বা সময়ের অপেক্ষা। রায়পুর থেকে ইন্দোরে এসে এদিন ভোরে ঋষভের জন্য মহাকালেশ্বর মন্দিরে পুজো দিতে যান সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব ও ওয়াশিংটন সুন্দর। ছিলেন দলের কয়েকজন সাপোর্ট স্টাফও। তাঁরা সবাই শিবের পুজো দিয়ে মন্দিরের আরতিতেও অংশ নেন। সূর্য পরে বলেছেন, তাঁরা সতীর্থ ঋষভের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
রবিবার ইন্দোরে পৌঁছলেও ক্রিকেটাররা কেউ মাঠে আসেননি। সোমবার ছিল অপশনাল প্র্যাকটিস। তবে সিরিজের উপর মঙ্গলবারের এই ম্যাচের তেমন কোনও প্রত্যক্ষ প্রভাব নেই। ভারত আপাতত ২-০-তে এগিয়ে। সিরিজও রোহিতদের পকেটে। শুধু শেষ ম্যাচ জিতলে ৩-০ হয়ে যাবে। হয়ে যাবে হোয়াইটওয়াশও।
তবে নিয়মরক্ষার ম্যাচ হলেও কিউইদের হালকাভাবে নেওয়ার ব্যাপার নেই। এখন সব ম্যাচই মিশন ২০২৩ বিশ্বকাপের অংশ। ফলে রোহিত ও রাহুল দ্রাবিড়ের সামনে ঘর গুছিয়ে নেওয়ার ব্যাপার রয়েছে। উমরান মালিককে ইন্দোরে ফেরানো হতে পারে। তাহলে বসবেন শার্দূল ঠাকুর। যুজবেন্দ্র চাহাল এই সিরিজে এখনও খেলেননি। তাঁকে একটা সুযোগ দেওয়া হতে পারে। তবে খুব বেশি পরিবর্তনের রাস্তায় হাঁটবেন না রোহিত-দ্রাবিড়রা।
আরও পড়ুন: সামনে ওড়িশা, শেষ আটেই চোখ মনোজদের
রায়পুরে লো-স্কোরিং ম্যাচে রোহিত হাফ সেঞ্চুরি করেছেন। শুভমন গিল তার আগের ম্যাচে বিধ্বংসী ডাবল সেঞ্চুরি করেছেন। বিরাট কোহলি রায়পুরে রান না পেলেও ভাল ফর্মে আছেন। তবে সূর্য বা ঈশান এখনও সেভাবে জ্বলে উঠতে পারেননি। বোলিংয়ে মহম্মদ সিরাজ ও মহম্মদ শামি উইকেটের মধ্যে রয়েছেন। কুলদীপও তাই। রোহিত তাঁর বোলিং লাইন আপে বেশি পরিবর্তন করেন কিনা সেটাই দেখার।
নিউজিল্যান্ডের (India vs New Zealand) কাছেও এটা বিশ্বকাপের স্টেজ রিহার্সাল। যেহেতু বিশ্বকাপ এবার ভারতেই হবে। কিন্তু দল হিসাবে তারা খেলতে পারছে না। ব্রেসওয়েল বা স্যান্টনার ভাল খেলছেন। তবে অধিনায়ক লাথাম, ওপেনার ডেভিড কনওয়ের ব্যাটে রান নেই। এই সিরিজে উইলিয়ামস, সাউদি ও বোল্ট নেই। নিউজিল্যান্ডকে এখানে এসে তারই খেসারত দিতে হচ্ছে। অন্তত পরিস্থিতি সেটাই বলছে।
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…