আজ জিতলেই সিরিজ ভারতের

Must read

হারারে, ১২ জুলাই : অভিষেক শর্মাকে ব্যাটিং অর্ডারে একধাপ নিচে পাঠিয়ে তোপের মুখে পড়েন শুভমন গিল। ওপেন করতে নেমে সেঞ্চুরি করা ব্যাটারকে কেন তাঁর জায়গা থেকে নিচে নামিয়ে দেওয়া হবে, নেটিজেনদের ক্ষোভের কারণ সেটাই। কিন্তু যশস্বী জয়সওয়ালকে শুরুতে আনতে গেলে এটাই করতে হত। ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাই করেছে। একটুও অবাক হওয়ার কিছু থাকবে না, যদি এই কম্বিনেশন শনিবারও
বহাল থাকে।
২-১-এ এগিয়ে থেকে চতুর্থ ম্যাচে নামছে ভারত (India vs Zimbabwe)। প্রথম ম্যাচে আশ্চর্য হার সামলে শুভমনরা জোরালোভাবে ঘুরে দাঁড়িয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে তাঁরা জিম্বাবোয়েকে দাঁড়াতে দেননি। একই ছবি শনিবারের ম্যাচেও দেখা যাবে কি না সেটাই এখন বড় প্রশ্ন। ভারত জিতলে টি-২০ সিরিজের ফয়সালা হয়ে যাবে। তখন পঞ্চম ম্যাচ নিয়মরক্ষার দাঁড়াবে। কিন্তু জিম্বাবোয়ের জন্য এই ম্যাচ সিরিজে ভেসে থাকার জন্য। সিকান্দার রাজারা অবশ্য জিতে ২-২ করার চেষ্টা করবেন।

আরও পড়ুন- জাতীয় শিক্ষানীতির নামে হিন্দুত্ববাদী পাঠ আইনের পাঠক্রমে এবার মনুস্মৃতি!

বিশ্বকাপ জয়ী দলের তিন সদস্য যশস্বী জয়সওয়াল, শিবম দুবে ও সঞ্জু স্যামসন হারারেতে দলে যোগ দেওয়ার পর কয়েকজনকে বাইরে যেতে হয়েছে। আর শনিবারের ম্যাচ যেহেতু সিরিজ জয়ের জন্য মহাগুরুত্বপূর্ণ, তাই সঞ্জুদের দলে রেখেই আজ মাঠে নামতে চাইবেন শুভমনরা। পরপর দুই ম্যাচে টপ অর্ডার রান পেয়ে যাওয়ায় পিছনের দিকের ব্যাটারদের হারারে উইকেটে ঝালিয়ে নেওয়ার সুযোগ হয়নি। তবে প্রথম ম্যাচে ভারতকে ১০২ রানে গুটিয়ে দেওয়ার পর থেকে জিম্বাবোয়ের বোলিংও আর ছন্দে ফিরতে পারেনি।
শুভমন আগের ম্যাচে রান পেয়েছেন। ঋতুরাজ মোটামুটি ছন্দেই আছেন। যেমন যশস্বীও। টি-২০ বিশ্বকাপে কোনও ম্যাচ খেলার সুযোগ পাননি। কিন্তু এখানে সেটা দেখে মনে হচ্ছে না। রিজার্ভ দলে থাকা রিঙ্কুও ছন্দেই আছেন। তবে বল হাতে পার্থক্য গড়ে দিচ্ছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। হারারে উইকেটে বল একটু টার্ন করছে। সুন্দর সেই সুযোগ কাজে লাগিয়ে উইকেট তুলে নিচ্ছেন। আগের ম্যাচে আবেশ খানও দুটি উইকেট নিয়েছেন।
জিম্বাবোয়ে (India vs Zimbabwe) অধিনায়ক সিকান্দার রাজা নিজের দলের সিনিয়রদের তীব্র সমালোচনা করে বলেছেন, জুনিয়ররা একই ভুল করলে মেনে নেওয়া যায়, কিন্তু সিনিয়ররা একই ভুল বারবার করে গেলে তাঁরা জিতবেন কী করে! অলরাউন্ডার রাজা নিজে ব্যাটে রান না পেলেও বল হাতে নিয়মিত উইকেট নিচ্ছেন। কার্যত তিনিই একমাত্র বোলার, যিনি শুভমনদের চাপে রাখছেন। রাজার পাশে আর কেউ থাকলে আগের দুই ম্যাচে ভিভিএস লক্ষ্মণের দল এত দাপট দেখাতে পারত না।

Latest article