প্রতিবেদন : রবিবার ফতোরদায় আইএসএলের মেগা ফাইনালে কি দেখা যাবে এটিকে মোহনবাগানকে? উত্তর মিলবে বুধবার রাতে। হায়দরাবাদ এফসি-র কাছে সেমিফাইনালের প্রথম পর্বের ম্যাচে ১-৩ গোলে হারের ফলে দ্বিতীয় পর্ব জিতে ফাইনালের রাস্তা কঠিন হয়েছে সবুজ-মেরুনের। বুধবার বাম্বোলিমে ন্যূনতম দু’গোলের ব্যবধান রাখতে পারলে ম্যাচ অতিরিক্ত সময় ও টাইব্রেকারে নিয়ে যাওয়া যাবে। অথবা ৯০ মিনিটে তিন গোলের ব্যবধান রেখে জিততে পারলে ফাইনালের টিকিট কনফার্ম হবে। এই অবস্থায় বাগানের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো বলে দিলেন, ‘‘নিজেদের উপর আস্থা রাখতে হবে। ৯০ মিনিটের খেলায় তিন গোল সম্ভব। এই মানসিকতা নিয়েই খেলতে হবে।’’ এই প্রসঙ্গে জুয়ান আরও বলেন, ‘‘আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হল মানসিকতা। এক গোলে এগিয়ে থাকলে সব সময় ২-০ করার জন্য ঝাঁপাতে হবে। ২-০ হয়ে গেলে তখন ৩-০ করার চেষ্টা করা উচিত। এই মানসিকতা নিয়েই আমাদের খেলতে হবে।’’
আরও পড়ুন-লোকসভায় অধীরের নাটক, তুলোধোনা তৃণমূল কংগ্রেসের
টানা ১৫ ম্যাচে অপরাজিত থাকার পর দু’টি ম্যাচে হার। শেষ দুই ম্যাচে সেট পিসে মার খেয়েছে দল। হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম লেগ সেমিফাইনালে সেট পিস থেকে দু’টি গোল খেতে হয়েছে। আজ ওগবেচেদের বিরুদ্ধে এই ভুলের পুনরাবৃত্তি চান না বাগান কোচ। বরং পরিকল্পনা বদলে আক্রমণাত্মক ফুটবলেই বাজিমাত করতে চাইছেন রয় কৃষ্ণদের কোচ। হুগো বোউমাস, ডেভিড উইলিয়ামস পুরোপুরি চোটমুক্ত নন। মনবীরের চোট আছে। তিরি আগের ম্যাচেই হাঁটুতে চোট পেয়েছেন। ওগবেচেদের বিরুদ্ধে স্প্যানিশ সেন্টার ব্যাকের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ক্লান্তি, চোট-আঘাতকে জয় করেই হায়দরাবাদকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠতে মরিয়া মোহনবাগান।
আরও পড়ুন-মন্তব্য পিকের, তৃণমূলের প্রতিদ্বন্দ্বী নয় আপ
আজ আইএসএল সেমিফাইনাল
এটিকে মোহনবাগান
বনাম হায়দরাবাদ এফসি (সন্ধ্যা ৭.৩০)