শনিবারের ঘন কুয়াশার মাঝেই প্রায় ১৭ ডিগ্রির কাছাকাছি চলে গেছিল কলকাতার (Kolkata) তাপমাত্রা। কিন্তু ২৪ ঘন্টার মধ্যেই আবহাওয়ার ভোলবদল। এক লাফে প্রায় ২ ডিগ্রি পারদ পতন হওয়ায় রবিতেই মরশুমের শীতলতম দিন ধরা দিল। আজ কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা। তবে রাজ্যের বাকি জেলায় কুয়াশার দাপট রয়েছে। শীতের শিরশিরানি হাওয়ায় ছুটির সকালে রীতিমতো ঠান্ডা উপভোগ করছে বাঙালি।
আরও পড়ুন-ছুটির দিনে ব্যাহত মেট্রো, হয়রান মেট্রো যাত্রীরা
পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারেও ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।

