আজ চলচ্চিত্র উৎসবের শেষ দিন

Must read

প্রতিবেদন : এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (28th KIFF) বিশেষভাবে সম্মান জানানো হয়েছে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনকে। উদ্বোধন করেছেন তিনি। চলছে তাঁর রেট্রোস্পেকটিভ। তাঁকে নিয়ে আয়োজিত হয়েছে বিশেষ প্রদর্শনী।
বুধবার সন্ধ্যায় গগনেন্দ্র প্রদর্শশালায় অমিতাভ বচ্চনের উপর সাজানো প্রদর্শনীটি ঘুরে দেখেন কলকাতার অমিতাভ বচ্চন ফ্যানস ক্লাবের সদস্যরা। প্রত্যেকেই পরেছিলেন বিগ বি-র ছবি দেওয়া পোশাক। তাঁদের ঘিরে দেখা যায় সাধারণ মানুষের উন্মাদনা। নন্দন, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ সহ শহরের দশটি প্রেক্ষাগৃহে দর্শক সমাগম ছিল ভালই। বিভিন্ন তারকার সঙ্গে ছবি তুলতে দেখা যায় সিনেপ্রেমীদের। ছবি দেখার ফাঁকে সেলফি জোনে হাসি মুখে পোজ দিয়েছেন অনেকেই। ক্যুইজ, সিনে আড্ডা, টক শো মিলিয়ে সপ্তম দিন ছিল জমজমাট। আজ, বৃহস্পতিবার উৎসবের (28th KIFF) শেষ দিন। বিকেল ৪টেয় রবীন্দ্রসদনে শুরু হবে সমাপ্তি অনুষ্ঠান। উপস্থিত থাকবেন বহু বিশিষ্ট মানুষ।

আরও পড়ুন-বাড়তি মেট্রো

Latest article