দুবাই, ১৯ অক্টোবর : রবিবার মেয়েদের টি-২০ বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের সামনে দক্ষিণ আফ্রিকা। যে দলই জিতুক, নতুন চ্যাম্পিয়ন পাবে মহিলা টি-২০ বিশ্বকাপ। ২০২৩ সালে দেশের মাটিতে আয়োজিত টি-২০ বিশ্বকাপ ফাইনালে উঠেও অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল দক্ষিণ আফ্রিকার। লরা উলভার্টরা সেই হারের বদলা এবার নিয়েছেন সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে চূর্ণ করে।
আরও পড়ুন-সীমান্ত নিরাপত্তা বাড়াতে জমি কেন্দ্র ও রাজ্যের বৈঠক নবান্নে
অন্যদিকে, এবারের বিশ্বকাপে বড় চমক নিউজিল্যান্ড। ভারতকে ছিটকে দিয়ে সেমিফাইনালে উঠেছিলেন সোফি ডিভাইনরা। সেমিফাইনালে দাপুটে ক্রিকেট উপহার দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে কিউয়িরা। সোফিদের সামনে এবার প্রথমবার টি-২০ বিশ্বকাপ জেতার দারুণ সুযোগ। এর আগে ২০০৯ এবং ২০১০ সালে টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেও রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল নিউজিল্যান্ডকে। তবে এবারের পরিস্থিতি আলাদা। টানা ১০টি টি-২০ ম্যাচ হেরে বিশ্বকাপ খেলতে এসেছিলেন সোফিরা। কিন্তু টুর্নামেন্টে আগাগোড়া ধারাবাহিকতা দেখিয়ে ফাইনালে উঠেছেন। গ্রুপ লিগে অস্ট্রেলিয়ার কাছে হার ছাড়া প্রতিটি ম্যাচই জিতেছেন কিউয়ি মেয়েরা।