আজ অনূর্ধ্ব ১৯ ফাইনাল, ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা

গত দেড় বছরে ছেলে, মেয়েদের সিনিয়র দল মিলিয়ে পাঁচবার বিশ্বকাপ বা আইসিসি প্রতিযোগিতার ফাইনাল খেলেছে দক্ষিণ আফ্রিকা।

Must read

কুয়ালালামপুর, ১ ফেব্রুয়ারি : গত দেড় বছরে ছেলে, মেয়েদের সিনিয়র দল মিলিয়ে পাঁচবার বিশ্বকাপ বা আইসিসি প্রতিযোগিতার ফাইনাল খেলেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু বিশ্ব খেতাব এখনও অধরা তাদের। রবিবার কুয়ালালামপুরে আরও একটি বিশ্বকাপ ফাইনাল খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। এবার মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপে। ফাইনালে ভারতের সামনে কাঁটা জেম্মা বোথা, অ্যাশলে ভ্যান উইকরা। ভারতের মতোই অপরাজিত থেকে ফাইনাল খেলতে নামছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা।

আরও পড়ুন-বিরাট-আবেগ নিয়ে রেলকে হারাল দিল্লি

গতবার নেট রান রেটে পিছিয়ে থেকে দেশের মাটিতে বিশ্বকাপ সেমিফাইনাল খেলতে পারেননি বোথারা। এবার অধরা কাপ জিতে শাপমুক্তি চান কাগিসো রাবাডাদের দেশের মেয়েরা। ভারত গতবারের চ্যাম্পিয়ন। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে উঠে অধিনায়ক নিকি প্রসাদ বলেছেন, ‘‘ফাইনালের প্রতিপক্ষ নিয়ে ভাবছি না। জানি, ট্রফি জিততে হলে সেরা দলকেই হারাতে হবে। তাই নিজেদের পারফরম্যান্সেই ফোকাস করছি।’’ ভারতীয় ব্যাটিংয়ে ভরসা দিচ্ছেন গঙ্গোদি তৃষা। টুর্নামেন্টে ২৬৫ রান করেছেন তিনি। নিকি, জি কমলিনীরাও ছন্দে। বোলিংয়ে বৈষ্ণবী শর্মা, পারুনিকা সিসোদিয়াদের ঘূর্ণিও পার্থক্য গড়ে দিতে পারে।

Latest article