আইএসএল জট খুলতে সভা আজ

Must read

প্রতিবেদন: আলোচনার মাধ্যমে আইএসএল (ISL) নিয়ে সমাধান খুঁজতে এআইএফএফ এবং এফএসডিএল-কে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশের ৭২ ঘণ্টা পর বৈঠকে বসতে চলেছে দুই পক্ষ। সোমবার দুপুরে বেঙ্গালুরুতে হবে এফএসডিএল এবং ফেডারেশনের মধ্যে বৈঠক।
আলোচনায় ক্লাব জোটের কোনও প্রতিনিধি থাকছে না। দিল্লি থেকে ফোনে ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ বললেন, আমরা ক্লাবের সঙ্গে কোনও কথা বলব না। আলোচনা হবে শুধু এফএসডিএলের সঙ্গে। মাস্টার রাইটস এগ্রিমেন্টের (এমআরএ) বিষয়টি নিয়ে আলোচনা শুধু তাদের সঙ্গেই হবে। আমরা সোমবার দুপুরে বেঙ্গালুরুতে বৈঠক করব। যাবতীয় সমস্যা মিটলে তখন এফএসডিএল আলোচনা করবে ক্লাবগুলোর সঙ্গে।

আরও পড়ুন-কঠিন নয় অঙ্ক, ল্যাবরেটরিতে মজার গণিত ক্লাস

বৃহস্পতিবার ২৮ অগাস্ট সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি রয়েছে। এদিনের আলোচনায় একটা সিদ্ধান্তে আসা জরুরি। ফেডারেশন এবং এফএসডিএল-কে বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতের কাছে জানাতে হবে, আইএসএল নিয়ে জটিলতা কাটাতে তাঁরা সমাধানের পথে এগোতে পারল কি না! প্রসঙ্গত, ফেডারেশনের সঙ্গে এফএসডিএলের ১৫ বছরের মাস্টার রাইটস এগ্রিমেন্ট (এমআরএ) শেষ হচ্ছে ৮ ডিসেম্বর। চুক্তি নবীকরণের কাজটা আপাতত অস্থায়ীভাবেই করতে হবে। কারণ, নির্বাচনের মাধ্যমে ফেডারেশনের নতুন কমিটি এলেই পাকাপাকিভাবে এমআরএ চুক্তির নবীকরণ সম্ভব।

Latest article