প্রতিবেদন: আমরা এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে নয়। কিন্তু যেভাবে তাড়াহুড়ো করে এটা মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল প্রথম থেকেই তার প্রতিবাদ করেছে তৃণমূল কংগ্রেস। আজ বাধ্য হয়েই খসড়া ভোটার তালিকা-সহ গোটা প্রক্রিয়াটাকেই এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হল। কমিশনের এই সিদ্ধান্তে ফের প্রমাণিত হল, তৃণমূল যে দাবি করেছিল সেটাই ঠিক। তাহলে এখন প্রশ্ন, এভাবে পরিকল্পনা না করে তাড়াহুড়ো করে এসআইআর করতে গিয়ে এই যে এতগুলো মৃত্যু হল এর দায় কমিশন কেন নেবে না? রবিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক থেকে এভাবেই কমিশনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও সাংসদ পার্থ ভৌমিক। সাংবাদিক বৈঠকে চন্দ্রিমা বলেন, এসআইআর প্রক্রিয়ার যে নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছিল, তা দেখে তৃণমূল কংগ্রেস বলেছে, এটা এত অল্প সময়ের মধ্যে করা সম্ভব নয়।
আরও পড়ুন-যোগীরাজ্যে আত্মঘাতী বাংলায় অসুস্থ বিএলও
এত দ্রুততার সঙ্গে এটা করতে গেলে অন্য আশঙ্কা তৈরি হতে পারে। এভাবে করতে গেলে মানুষের মধ্যে আতঙ্ক, ভয়, ভীতি তৈরি হতে পারে। ফলে এটা সফল হতে পারে না। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই, আমরা কিন্তু এসআইআরের বিরুদ্ধে নয়। কিন্তু যেভাবে এটা তাড়াহুড়ো করে করা হচ্ছে, আমরা সেটার বিরুদ্ধে। এই যে শুরুতেই বলে দেওয়া হল, ৪ নভেম্বর থেকে শুরু করে দিলাম, ৪ ডিসেম্বর শেষ করা হবে। তারপর ৯ তারিখ খসড়া তালিকা বেরিয়ে যাবে। সব হিয়ারিং শেষ করে, অবজেকশন মিটিয়ে ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা বেরিয়ে যাবে। আমরা বারবার বলেছিলাম, এটা হয় না, হয় না, হতে পারে না। যেটা আগে করতে ২ বছর লেগেছিল, সেটা দু’-এক মাসে কীভাবে শেষ হতে পারে? এরই মধ্যে দেখা গেল হঠাৎ কমিশন সবটাই সাতদিন করে পিছিয়ে দেওয়ার ঘোষণা করল। খসড়া থেকে চূড়ান্ত তালিকা, সবগুলোই সাতদিন করে পিছিয়ে গেল। তাহলে কী হল, কমিশন ঘুরিয়ে স্বীকার করে নিল, তৃণমূল কংগ্রেস যে কথাটা বলেছিল সেটাই ছিল সঠিক কথা। আমাদের দলনেত্রী যা বলেছিলেন, আজ কমিশন প্রায় তাই মেনে নিল। পার্থ ভৌমিক বলেন, যেকোনও কাজ করতে গেলে তার একটা পরিকল্পনা থাকে। একটা পরিকাঠামো লাগে। এখানে সেটাই তৈরি করা হল না, এসআইআর শুরু করে দেওয়া হল। বিএলওদের পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়াই তাঁদের ঘাড়ে এটা চাপিয়ে দেওয়া হয়েছিল। ফলে এতগুলো মৃত্যু হল? এখন এর দায় কমিশন কেন নেবে না?
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…