ধাঁধা নিয়েই জয়ের খোঁজে নাইটরা, রাহানেদের সামনে আজ রাজস্থান

Must read

প্রতিবেদন : ইডেনে ঘরের মাঠে প্রথম ম্যাচ হারায় হোমওয়ার্ক আরও ভালভাবে করতে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে (KKR)। অবশ্যই কয়েকটি ধাঁধার জুতসই সমাধান দ্রুত করে ফেলাটা জরুরি তাদের কাছে। বুধবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ঘুরে দাঁড়ানোর পরীক্ষা আজিঙ্ক রাহানেদের। মরশুমের প্রথম অ্যাওয়ে ম্যাচে কেকেআরের সামনে রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসন, রিয়ান পরাগরা তাঁদের দুটো হোম ম্যাচ গুয়াহাটিতে খেলবেন। রিয়ান গুয়াহাটির ছেলে। তার উপর দলকে নেতৃত্ব দেবেন। স্থানীয় মানুষের দারুণ উৎসাহ রয়েছে তাঁকে নিয়ে। কেকেআরের (KKR) মতো রিয়ানরাও প্রথম ম্যাচ হারায় তাঁদের কাছেও ঘুরে দাঁড়ানোর লড়াই। স্বভাবতই উত্তেজক ম্যাচের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। বোর্ডের উদ্যোগে এবার সব ভেনুতে প্রথম ম্যাচে বিনোদনমূলক অনুষ্ঠান হচ্ছে। গুয়াহাটিতেও তার মহড়া চলল আগের দিন।
সুনীল নারিন প্রথম ম্যাচে রান করলেও ওপেনিং নিয়ে একটা ধাঁধা রয়েছেই। কারণ, কুইন্টন ডি’কক আরসিবি-র বিরুদ্ধে রান পাননি। অপেক্ষায় রয়েছেন রহমানুল্লাহ গুরবাজ। এমনকী প্রথম ম্যাচে তিনে নেমে রান পাওয়া অধিনায়ক রাহানেকে ওপেন করানোর বিকল্প ভাবনাও নাকি কাজ করছে। সেক্ষেত্রে শুরু থেকে ডান ও বাঁ-হাতি কম্বিনেশনটা থাকবে। তখন নারিনকে তিনে পিঞ্চ হিটারের ভূমিকায় এনে প্রতিপক্ষের যাবতীয় পরিকল্পনা বানচাল করার বিকল্প রণনীতিও নিতে পারবে দল। রাহানে এবার সৈয়দ মুস্তাক আলি টি-২০তে ওপেন করেই দুরন্ত ছন্দে ছিলেন। কিন্তু নারিনকে ওপেনিং থেকে সরানোটা ঝুঁকি হয়ে যাবে না তো? এই আশঙ্কাও থাকছে। কেকেআরের অধিনায়ক ও মেন্টর থাকাকালীন নারিনকে ওপেন করানোর স্ট্র্যাটেজিতে সফল হয়েছিলেন গৌতম গম্ভীর। তাঁর ‘নারিন মডেল’ নাইটদের ট্রফি জিততে সাহায্য করেছে। তাই ক্যারিবিয়ান তারকাকে ওপেনিংয়ে রেখেই টপ ও মিডল অর্ডারে ব্যাটিং পজিশনে একটু রদবদল হতে পারে। মঙ্গলবার নেটে অনেকটা সময় কাটিয়েছেন আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিংরা। দলকে জয়ের সরণিতে ফেরাতে মরিয়া তাঁরা।

আরও পড়ুন-ট্রাইসোমি অসুখ

গুয়াহাটি নাইটদের সেকেন্ড হোম হলেও উইকেট নিয়ে ধন্দ রয়েছে। তার উপর রাতে শিশিরের প্রভাব থাকতে পারে। সব দিক বিবেচনা করে বোলিং কম্বিনেশনও ঠিক করতে হবে কেকেআরকে। ইডেনে বিরাট কোহলিদের বিরুদ্ধে পাঁচ বোলার ব্যবহার করেছিলেন রাহানে। আন্দ্রে রাসেলকে দিয়ে বল করাননি নাইট ক্যাপ্টেন। নারিনকে বোলিং আক্রমণে দেরিতে এনেছিলেন। বর্ষাপাড়ার উইকেট স্পিন সহায়ক হলে বরুণ চক্রবর্তী, নারিনের সঙ্গে তৃতীয় স্পেশালিস্ট স্পিনার হিসেবে মইন আলি বা অনুকূল রায়কে খেলানোর সুযোগ থাকবে। সেক্ষেত্রে বসতে হবে প্রথম ম্যাচে ব্যর্থ অস্ট্রেলীয় পেসার স্পেনসার জনসনকে। তবে বাড়তি স্পিনার না খেলালে জনসনের পরিবর্তে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ পেসার আনরিখ নর্তজের উপর ভরসা রাখতে পারে কেকেআর।

Latest article