প্রতিবেদন : অক্টোবরের নিরিখে শনিবার শীতলতম দিন কাটাল শহর কলকাতা (kolkata- Temperature)। এদিন এক ধাক্কায় পারদ নামল চার ডিগ্রি। যার জেরে কুড়ির নিচে নেমে গেল তাপমাত্রা। আবহাওয়া দফতর বলছে, গত দশ বছরের মধ্যে অক্টোবর মাসের নিরিখে শনিবার ছিল কলকাতার শীতলতম দিন। ঘূর্ণিঝড়ের দাপটে আবহাওয়ার পরিবর্তন হবে এমন আশঙ্কা আগেই করা হয়েছিল। এবার সেই ছবিই ধরা পড়ল কলকাতা-সহ গোটা রাজ্যেই। সিত্রাংয়ের দাপট উধাও হতেই বাড়ছে ঠান্ডার দাপট। পারদ নেমে গিয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। আবহাওয়া দফতর জানাচ্ছে, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। অতীত রেকর্ড বলছে, গত ১০ বছরের নিরিখে অক্টোবরে এটাই ছিল কলকাতার শীতলতম দিন। এর আগে ২০১২-র অক্টোবরে কুড়ি ডিগ্রির নিচে নেমেছিল পারদ (kolkata- Temperature)। সে বছর ২৮ অক্টোবর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। তারও আগে ২০১৮ সালে ২৭ অক্টোবরে কুড়ি ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল পারদ। নভেম্বরের গোড়া থেকে তাপমাত্রা আরও কমবে এমন আভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতার পাশাপাশি জেলাতেও হবে শীতের কামড় বাড়বে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, ছটপুজোর দিন সকালে কলকাতার কিছু কিছু জায়গায় কুয়াশা থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের সম্ভাবনা নেই। আগামী পাঁচদিন দুই বঙ্গেই শুষ্ক পরিষ্কার আকাশ থাকবে। আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।