মাধ্যমিকের রিভিউয়ের রেজাল্ট (Madhyamik Review Result) মিলবে মঙ্গলবার থেকে। পূনর্মূল্যায়নের আবেদনের ৬ সপ্তাহ পর বেরোচ্ছে রেজাল্ট। সোমবার মধ্যশিক্ষা পর্ষদ একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, মঙ্গলবার দুপুর ৩টে থেকে মিলবে রিভিউয়ের ফলাফল (Madhyamik Review Result)। স্কুলগুলিকে ক্যাম্প থেকে রেজাল্ট সংগ্রহ করতে বলা হয়েছে। ছাত্রছাত্রীরা exametc.com, ও indiaresult.com এবং www.result.siksha — এই তিন ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবে। গত মাসের ১৬ তারিখ পর্যন্ত স্ক্রুটিনি ও রিভিউয়ের আবেদন নিয়েছিল পর্ষদ। এ-বছর বেশ কিছু জায়গায় মাধ্যমিকের ফল প্রকাশের পর নির্দিষ্ট সময়সীমার মধ্যেই ‘স্ক্রুটিনি’র আবেদন করা হলেও স্কুল কর্তৃপক্ষের গাফিলতিতে তা পর্ষদ কার্যালয়ে জমা না হওয়ার অভিযোগ উঠেছিল৷
আরও পড়ুন: আজ মহকুমা পরিষদের সভাধিপতি, সহ-সভাধিপতির শপথ