সোমনাথ বিশ্বাস, আগরতলা: আজ সোমবার কলকাতার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের তরফে সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেওয়া সাম্মানিক ডি-লিট নিয়েই (দুপুর ১টায়) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রওনা দেবেন ত্রিপুরার (Agartala- Tripura) উদ্দেশে। দু’দিনের সফরে নেত্রী ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন নির্বাচনী প্রচারে। আগরতলায় ৭ ফেব্রুয়ারি বেলা ১১টা থেকে রোড-শো করবেন। তারপর জনসভা। আগরতলার রবীন্দ্রভবন থেকে শুরু হয়ে শহরের নানা প্রান্ত ছুঁয়ে রবীন্দ্রভবনের সামনে এসেই শেষ হবে রোড-শো। তার সবরকম প্রস্তুতি সারা। সোমবার আগরতলায় (Agartala- Tripura) নেমেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) যাবেন ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে।
আরও পড়ুন-ফের ডিলিট পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেওয়া হবে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় তরফে
দলের শীর্ষ নেতৃত্ব পৌঁছনোর আগেই রবিবার তৃণমূলের ইস্তাহার প্রকাশিত হল। ত্রিপুরাবাসীর স্বপ্ন সফল করতে, ত্রিপুরার উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে ১০ অঙ্গীকার তৃণমূল কংগ্রেসের। ত্রিপুরার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার যে ইস্তাহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস, সেখানেই রয়েছে ১০ অঙ্গীকার— তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে যা পূরণ করবে। তাই তো এবার তৃণমূল কংগ্রেস বলছে, ত্রিপুরায় এবার স্বচ্ছ সরকার। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, জল-বিদ্যুৎ-সড়ক, নিরাপত্তা, পর্যটন, সংস্কৃতি, বেকার ভাতা— এই ধরনের একগুচ্ছ অঙ্গীকার রয়েছে ইস্তাহারে। রবিবার দুপুরে আগরতলার দলীয় দফতরে বাংলা থেকে যাওয়া দুই মন্ত্রী ব্রাত্য বসু ও শশী পাঁজার উপস্থিতিতে ত্রিপুরায় দলের স্টেট ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, সাংসদ সুস্মিতা দেব এবং ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষকান্তি বিশ্বাস সাংবাদিকদের সামনে ইস্তাহার প্রকাশ করেন।
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…