হায়দরাবাদের আগ্রাসী ব্যাটিংই কাঁটা পন্থদের

Must read

হায়দরাবাদ, ২৬ মার্চ : হার দিয়ে আইপিএল অভিযান শুরু করেছে লখনউ সুপার জায়ান্টস (sunrisers hyderabad vs lucknow super giants)। প্রথম ম্যাচে দুশোর বেশি রান করেও হারতে হয়েছিল ঋষভ পন্থদের। বৃহস্পতিবার ফের আইপিএলের ২২ গজে নামছে লখনউ। প্রতিপক্ষ হায়দরাবাদ সানরাইজার্স। যারা জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে। দিল্লির কাছে হারের পর, মৃদু হলেও সমালোচনার মুখে পড়তে হয়েছে পন্থকে। নিলামে ২৭ কোটি পাওয়া নিয়েও কটাক্ষ শুনতে হয়েছে। তাই যেভাবেই হোক, এই ম্যাচটা জিততে মরিয়া লখনউ শিবির। কিন্তু মাঠে নামার আগে পন্থ বাহিনীকে চাপে রাখছে হায়দরাবাদের আগ্রাসী ব্যাটিং। রাজস্থানের বিরুদ্ধে প্রথম ম্যাচে কুড়ি ওভারে ২৮৬ রান তুলেছিল হায়দরাবাদ (sunrisers hyderabad vs lucknow super giants)। আর একটু হলেই ভেঙে দিয়েছিল আইপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড। সেঞ্চুরি করেছিলেন ঈশান কিশান। ঝোড়ো হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ট্রাভিস হেড। এছাড়া হেনরিখ ক্লাসেন, অভিষেক শর্মা, নীতীশ রেড্ডিদের মতো মারকুটে ব্যাটার রয়েছে হায়দরাবাদ শিবিরে।

আরও পড়ুন-ডি’ককের ব্যাটে প্রথম জয় নাইটদের

অন্যদিকে, বোলিং নিয়ে সমস্যায় ভুগছে লখনউ। পেসার মহসিন খান চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। আরেক পেসার মায়াঙ্ক যাদবেরও চোট রয়েছে। ফলে প্রথম ম্যাচে দিগ্বেশ রাঠি, প্রিন্স যাদবদের মতো অনামী বোলারদের উপর ভরসা রাখতে হয়েছিল পন্থকে। অভিজ্ঞ বোলার বলতে একমাত্র শার্দূল ঠাকুর। তবে হায়দরাবাদ ম্যাচের আগে লখনউয়ের জন্য সুখবর, চোট সারিয়ে ফিট আবেশ খান। বৃহস্পতিবারের ম্যাচে আবেশ মাঠে নামলে, কিছুটা হলেও শক্তি বাড়বে লখনউয়ের বোলিং বিভাগের।

Latest article