আজ ডুরান্ডে যুবভারতীতে মিনি ডার্বি

সামনে মহামেডান, সতর্ক মোহনবাগান

Must read

প্রতিবেদন : মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বৃহস্পতিবার যুবভারতীতে ডুরান্ড কাপে অভিযান শুরু করছে গতবারের রানার্স মোহনবাগান। ম্যাচ সন্ধ্যা ৭টায়। মিনি ডার্বিতে (Mini Derby) দু’দলই বিদেশিহীন। তবে ইনভেস্টর সমস্যা এবং ট্রান্সফার ব্যানের ধাক্কায় বিপর্যস্ত মহামেডানের সঙ্গে কোনও তুলনাই চলে না মোহনবাগানের। মোহনবাগান তাদের সেরা ভারতীয় স্কোয়াড নিয়েই ডুরান্ডে প্রথম দু’টি ম্যাচ খেলবে। গ্রুপের শেষ ম্যাচের আগে হয়তো অধিকাংশ বিদেশিই শহরে এসে অনুশীলনে যোগ দেবেন। প্রথম ম্যাচে মহামেডানের বিরুদ্ধে নামার আগে মোহনবাগান পাবে না সাহাল আব্দুল সামাদ ও শুভাশিস বোসকে। মনবীর সিংয়ের খেলা নিয়েও সংশয়। তবে অভিষেক হতে পারে টেকচাম অভিষেক সিংয়ের। হেড কোচ জোসে মোলিনা শহরে আসার আগে প্রথম দু’টি ম্যাচে মোহনবাগানের ডাগ আউটে থাকবেন সহকারী কোচ বাস্তব রায়। ম্যাচের আগের দিন তিনি জানিয়েছেন, সকালে মনবীরের ফিটনেস দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে কোনও ঝুঁকি নিতে চান না।

আরও পড়ুন-অভিষেকদের টিপস দিয়ে গেলেন স্নেহাশিস

প্রথম ম্যাচে ডায়মন্ড হারবারের কাছে হারলেও মহামেডানকে যথেষ্ট সমীহ করছে সবুজ-মেরুন শিবির (Mini Derby)। কোচ বাস্তব বললেন, মহামেডান একটা ম্যাচ খেলে ফেলেছে। আমরা প্রথম ম্যাচ খেলব। ওরা প্রথম ম্যাচে দুর্দান্ত লড়াই করেছে। মোহনবাগানের বিরুদ্ধে দ্বিগুণ উৎসাহে খেলবে। মহামেডান টিম গেম খেলছে। তাই সতর্ক থাকতে হবে। একটা দল গ্রুপ থেকে নক আউটে যাবে। তাই সব ম্যাচই গুরুত্বপূর্ণ। মোলিনা না থাকলেও তাঁর পরামর্শ নিয়েই দল নামাবেন বাস্তব। ফলে স্প্যানিশ কোচের রণনীতিতেই রক্ষণ সামলে আক্রমণে যেতে চান বাগান কোচ। প্রথম ম্যাচে মোহনবাগানকে নেতৃত্ব দেবেন গোলকিপার বিশাল কাইথ। তিনি বললেন, অধিনায়কত্বের চাপ নেই। বরং নিজের সেরাটা দিয়ে দলকে সাফল্য এনে দিতে চান।

মহামেডান কোচ মেহরাজউদ্দিন ওয়াডু বললেন, আগের ম্যাচের ভুল মোহনবাগানের বিরুদ্ধে করতে চাই না। আমরা প্রচুর সুযোগ তৈরি করছি। আশা করছি ডার্বিতেও সুযোগ তৈরি করব এবং ম্যাচে ভাল ফল করব। এদিকে, ১ অগাস্ট থেকে মোহনবাগান নিজেদের মাঠে অনুশীলন করতে পারবে। আপুইয়ার হাতে এদিন বর্ষসেরার ট্রফি দুলে দিল মোহনবাগান।

Latest article