প্রতিবেদন: মোহনবাগান (Mohun Bagan) সভাপতি পদে স্বপনসাধন (টুটু) বোসের ইস্তফার পর ক্লাবের নির্বাচন নিয়ে উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী। টুটুর পদত্যাগপত্র নিয়ে সোমবার ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকে আলোচনা হবে। শনিবারই নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে সচিব দেবাশিস দত্তকে তোপ দাগেন টুটু। এরমধ্যেই ক্লাবের নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের প্রস্তুতি চলছে জোরকদমে। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে নির্বাচনী বোর্ড সদস্য চাঁদার ভিত্তিতে ভোটারদের একটা তালিকা তৈরি করেছে। সেই তালিকা ক্লাব কর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। ক্লাব ও নির্বাচনী বোর্ডের সমন্বয়েই প্রাথমিক ভোটার তালিকা তৈরি করে তা প্রকাশ করা হবে। কোনও অভিযোগ থাকলে সব কিছু খতিয়ে দেখে চূড়ান্ত তালিকা তৈরি হবে। এরপর ভোটের দিনক্ষণ এবং ভেনু চূড়ান্ত হবে। এদিকে, আইসিএসই পরীক্ষায় ৯৯.৬ শতাংশ নম্বর পাওয়া দশম শ্রেণির ছাত্রী মোহনবাগানপ্রেমী সম্পূর্ণা সিনহাকে সোমবার ক্লাব তাঁবুতে সংবর্ধনা দেওয়া হবে।
আরও পড়ুন-কলকাতা চলুন, পাশে রয়েছে সরকার, প্রবাসীদের ডাক বাবুলের