প্রতিবেদন : পরপর দুই ম্যাচ হেরে কোণঠাসা মোহনবাগানের সামনে ঘুরে দাঁড়ানোর পরীক্ষা। আজ বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘরের মাঠে লিগ টেবলে দু’নম্বরে থাকা কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নামছেন দিমিত্রি পেত্রাতোসরা (Mohun Bagan vs Kerala)। প্রবল চাপে থাকা সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো দলের হারের হ্যাটট্রিক আটকে জয়ে ফিরতে মরিয়া। সাপোর্ট স্টাফ, টিম ম্যানেজমেন্টকে পাশে নিয়ে দলকে উজ্জীবিত করছেন মোহনবাগান কোচ।
কেরল (Mohun Bagan vs Kerala) ম্যাচের আগে স্বস্তির খবর, এক ম্যাচের নির্বাসন কাটিয়ে দলে ফিরছেন দুই ডিফেন্ডার হেক্টর ইয়ুস্তে এবং আশিস রাই। ফলে দিমিত্রিওস দিয়ামানতাকোসদের থামানোর পরীক্ষায় রক্ষণে বিকল্প বেড়েছে জুয়ানের। যদিও স্বস্তির সঙ্গে অস্বস্তিও আছে। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে ব্রেন্ডন হ্যামিল কেরলের বিরুদ্ধে খেলতে পারবেন না। অনিশ্চিত সাহাল আব্দুল সামাদ, গ্লেন মার্টিন্সও। মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করেননি সাহাল। সাহালকে গোয়া ম্যাচে বেঞ্চে রাখা হলেও জুয়ান তাঁকে খেলাননি। ভারতীয় তারকার চোট নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কেরল ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে মোহনবাগান কোচ জানালেন, সাহালের খেলা কঠিন। তবে শেষ মুহূর্ত পর্যন্ত তাঁর ফিটনেসের সর্বশেষ পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবেন।
সাহাল একশো শতাংশ ফিট না হওয়ায় জানুয়ারিতে এশিয়ান কাপে অনিশ্চিত। আনোয়ার আলি, আশিক কুরুনিয়নরা আগেই ছিটকে গিয়েছেন। জুয়ান এর দায় চাপালেন জাতীয় দলের উপর। কিন্তু বাগান কোচ কি নিজের উপর থেকে চাপ সরাতে পারবেন? জুয়ান বললেন, ‘‘কেরল খুব ভাল খেলছে। আগের ম্যাচে ওরা মুম্বইকে হারিয়েছে। খুব কঠিন ম্যাচ। কিন্তু আমরা জয় ছাড়া কিছু ভাবছি না। বিপক্ষ দল নিয়ে আমি ভাবি না। প্রতিপক্ষ দল আমার হাতে নেই। আমার হাতে নিজের দল রয়েছে। চেষ্টা করব সেরা দল নামাতে এবং তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে। কখনও আমি চাপ নিই না। নিজের উপর চাপ নিয়েও ভাবি না।’’
চাপে থাকা জুয়ান আরও বলেন, ‘‘মোহনবাগান অনেক বড় ক্লাব। বড় ক্লাব যেভাবে কঠিন সময়ে কোচ, ফুটবলারদের পাশে থাকে তারা সেটাই করছে। আমরা এই খারাপ সময় কাটিয়ে ঠিক ঘুরে দাঁড়াব। ক্লাব আমার উপর আস্থা রাখছে। সেই বিশ্বাসের মর্যাদা রাখতে চাই।’’ কোচের কাছে জানতে চাওয়া হয়, স্ট্রাইকাররা গোল না পাচ্ছেন না বলেই কি রক্ষণের উপর চাপ বাড়ছে? জুয়ান মানতে নারাজ।
বললেন, ‘‘শুধু আক্রমণ করে বা রক্ষণ সামলে খেলা হয় না। সকলকে গোল করতে হয়, আবার রক্ষণও সামলাতে হয়। দলের আক্রমণভাগ ও রক্ষণে সবাই গুরুত্বপূর্ণ। আমরা গোলের সুযোগ তৈরি করছি। এটা গুরুত্বপূর্ণ।’’ লাল কার্ডের নির্বাসন কাটিয়ে ফিরছেন হেক্টর। বললেন, ‘‘হ্যামিল না থাকাটা ধাক্কা। তবে দলে পরিবর্ত রয়েছে। আমরা ভাল খেলেই কেরলকে হারানোর চেষ্টা করব।’’
আরও পড়ুন- রাহুলের ব্যাটে লড়ছে ভারত, সুপারস্পোর্ট পার্কে প্রথম দিন খলনায়ক বৃষ্টি