প্রতিবেদন : ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে জয়ের রেশ কাটার আগেই ফের মাঠে নেমে পড়তে হচ্ছে মোহনবাগানকে। সোমবার কিশোর ভারতীয় স্টেডিয়ামে ডুরান্ড কাপে সবুজ-মেরুনের (Mohun Bagan vs Punjab FC) প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। যারা আই লিগ চ্যাম্পিয়ন হয়ে এবারের আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করেছে।
অন্যদিকে, ডুরান্ড এবং কলকাতা লিগ পাশাপাশি চলায় শেষ পাঁচদিনে তৃতীয় ম্যাচ খেলতে হচ্ছে মোহনবাগানকে (Mohun Bagan vs Punjab FC)। ১০ দিন পরেই রয়েছে এএফসি কাপের ম্যাচ। ১২ তারিখ আবার চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি। তাই ডুরান্ডের প্রথম ম্যাচ বড় ব্যবধানে জিতলেও, সতর্ক সবুজ-মেরুন শিবির। ফুটবলারদের টানা ম্যাচ খেলার ক্লান্তি মাথায় রেখে পাঞ্জাব ম্যাচে দলে বেশ কিছু পরিবর্তন করার কথা ভাবছেন জুয়ান ফেরান্দো। প্রথম ম্যাচে কোনও বিদেশিকে খেলানো হয়নি। রিজার্ভ দলের ফুটবলারদের সঙ্গে খেলেছিলেন সিনিয়র দলের দু’জন—লিস্টন কোলাসো ও মনবীর সিং। তবে সোমবারের ম্যাচে সিনিয়র দলের আরও কয়েকজন ফুটবলারের পাশাপাশি অন্তত দু’জন বিদেশিকে খেলানোর কথা ভাবছে সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট। তাছাড়া জুয়ান নিজেও বসবেন রিজার্ভ বেঞ্চে।
আরও পড়ুন- পুরান-বিক্রমে আবার হার
অন্যদিকে, পাঞ্জাব দলে রয়েছেন দুই বিদেশি। স্প্যানিশ মিডফিল্ডার জুয়ান মেরা এবং স্লোভেনিয়ার স্ট্রাইকার লুকা মাজেকান। জুয়ানের বক্তব্য, পাঞ্জাব শক্তিশালী দল। আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে খেলবে। গতবার ওদের কয়েকটা ম্যাচ দেখেছিলাম। তবে এবারের দলটা পুরোপুরি অচেনা। তাই আমরাও শক্তি বাড়িয়ে মাঠে নামব। পাশাপাশি এএফসি কাপের কথাও মাথায় রাখতে হচ্ছে। যা আমাদের কাছে আইএসএলের মতোই গুরুত্বপূর্ণ।
মোহনবাগানের স্প্যানিশ কোচ আরও বলেন, আমাদের দলের তরুণ ফুটবলাররা খুব ভাল খেলছে। সাতটা ম্যাচ খেলে অপরাজিত রয়েছে। ওদের সঙ্গে কয়েকজন সিনিয়রকে সোমবারের ম্যাচে খেলানোর পরিকল্পনা রয়েছে। কিশোর ভারতী স্টেডিয়ামে আমরা অনেকদিন কোনও ম্যাচ খেলেনি। তার উপর বৃষ্টি হচ্ছে। তাই কোনও ঝুঁকি নিতে চাই না।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…