সংবাদদাতা, ডায়মন্ড হারবার : শুধু এলাকার উন্নয়নই নয়, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সাংসদ এলাকার সার্বিক বিকাশ চান। আর তাতে শরিক করতে চান এলাকার তরুণদের। তরুণদের একজোট করা বা তাদের ভাল কাজে উদ্বুদ্ধ করায় বাঙালির সেরা খেলা ফুটবলের চেয়ে ভাল আর কী আছে! সেই ভাবনা থেকেই ফুটবল খেলাকে বেছে নিয়েছেন সাংসদ অভিষেক। মূলত তাঁরই উদ্যোগে শুক্রবার থেকে শুরু হচ্ছে ডায়মন্ড হারবার এমপি কাপ। খেলা হবে এসডিও গ্রাউন্ডে। শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। রঙিন আলোকমালায় সাজানো হয়েছে। উদ্বোধন হবে রাতে। পুরো স্টেডিয়ামকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে। খেলার সূচনা করবেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং। উদ্বোধনী ম্যাচেও থাকছে চমক। ডায়মন্ড হারবার টিমের হয়ে খেলবেন বাবুল সুপ্রিয় ও ফলতার হয়ে খেলবেন মনোজ তিওয়ারি। দু’জনেই দুই দলের ক্যাপ্টেন হিসেবে মাঠে নামবেন। এছাড়াও সান্ধ্যকালীন অনুষ্ঠানে থাকবেন গায়ক সোনু নিগম, মিকা সিং প্রমুখ। এই প্রতিযোগিতায় সাংসদ এলাকার সাতটি বিধানসভা থেকে ১২৮টি দল অংশগ্রহণ করবে। ১ জানুয়ারি ফাইনাল খেলা হবে। এমপি কাপ ঘিরে ডায়মন্ড হারবার থেকে মহেশতলা সর্বত্র তৃণমূল কংগ্রেস কর্মী ও সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা তুঙ্গে।
আরও পড়ুন: বিজেপি সত্যিই পার্টি উইথ ডিফারেন্স