প্রতিবেদন : আইএসএলের মঞ্চে দুই প্রধানের সামনে শক্ত বাধা মুম্বই সিটি এফসি (Mumbai City FC vs East Bengal)। মোহনবাগানের মতো ইস্টবেঙ্গলও দেশের এক নম্বর লিগে মুম্বইকে হারাতে পারেনি ইস্টবেঙ্গল। শুক্রবার যুবভারতীতে শক্তিশালী মুম্বইয়ের মুখোমুখি হচ্ছে স্টিফেন কনস্ট্যান্টাইনের দল। ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবলে আট নম্বরে রয়েছে লাল-হলুদ। সেখানে মুম্বই ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দেস বাকিংহামের দল। ইস্টবেঙ্গলকে হারালে হায়দরাবাদকে (২২ পয়েন্ট) টপকে শীর্ষস্থান ফিরে পাবে মুম্বই। স্টিফেনের দল আবার ঘরের মাঠে চারটি ম্যাচ খেলে চারটিতেই হেরেছে। যুবভারতীতে সমর্থকদের সামনে প্রথম জয়ের খোঁজে লাল-হলুদ ব্রিগেড।
মরশুমের শুরুতে ডুরান্ড কাপে মুম্বইকে হারিয়েছিল ইস্টবেঙ্গল (Mumbai City FC vs East Bengal)। সেই ফল মাথায় রাখলে সমর্থকদের উৎসাহিত হওয়ারই কথা। কিন্তু মরশুম শুরুর সেই ম্যাচের ফল যে মাথায় রাখা উচিত নয়, তা মনে করিয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল কোচ। স্টিফেন বলেছেন, ‘‘ওটা ছিল দু’দলের কাছেই প্রস্তুতির সময়। দলকে গুছিয়ে নেওয়ার চেষ্টায় ছিল সবাই। এখন মুম্বইয়ের পারফরম্যান্স দেখুন! তাই ডুরান্ডের ফল না ধরাই ভাল।’’ তবে দলের স্প্যানিশ ডিফেন্ডার ইভান গঞ্জালেজ বললেন, ‘‘ডুরান্ডে মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের আত্মবিশ্বাস নিয়ে এই ম্যাচ খেলব আমরা।’’
চোট থাকা অস্ট্রেলীয় মিডফিল্ডার জর্ডন দোহার্তির খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। হিমাংশু জাংড়াকে এই ম্যাচে পাওয়া যাবে না।
আরও পড়ুন-পয়েন্ট নষ্ট মোহনবাগানের